পশ্চিমবঙ্গ

west bengal

Suvendu Slams TMC: শাহের কাছে ’দুর্নীতিগ্রস্ত’ 100 তৃণমূল নেতার নাম দিয়েছি, দাবি শুভেন্দুর

By

Published : Aug 2, 2022, 4:19 PM IST

Updated : Aug 2, 2022, 4:53 PM IST

মঙ্গলবার সংসদ ভবনে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷ বৈঠকের পর তিনি দাবি করেন যে শাহের কাছে ’দুর্নীতিগ্রস্ত’ 100 তৃণমূল (Trinamool Congress) নেতার নাম জমা দিয়েছেন ৷

BJPs Suvendu Adhikari Claims He submitted 100 tainted tmc leaders name to Amit Shah
Suvendu Slams TMC: শাহের কাছে ’দুর্নীতিগ্রস্ত’ 100 তৃণমূল নেতার নাম দিয়েছি, দাবি শুভেন্দুর

নয়াদিল্লি, 2 অগস্ট : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সঙ্গে সাক্ষাতের পর বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা জানিয়েছেন, এদিন অমিত শাহের কাছে তিনি 100 জন তৃণমূল (Trinamool Congress) নেতার নাম জমা দিয়েছেন ৷ ওই নেতারা নিয়োগ দুর্নীতিতে জড়িত বলে শুভেন্দু অভিযোগ ৷

মঙ্গলবার সংসদ ভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেখানেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ পরে টুইট করে তিনি জানান, এদিন 45 মিনিট ধরে শাহী-বৈঠক সেরেছেন পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) নিয়ে তথ্য দিয়েছেন ৷ তাছাড়া পশ্চিমবঙ্গে দ্রুত সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) লাগু করার অনুরোধও জানিয়েছেন ৷

এর পর সংসদের বাইরে এসে সংবাদসংস্থাকে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘এই নিয়োগ দুর্নীতি স্বাধীনতার পর সবচেয়ে বড় ৷ উনিও (অমিত শাহ) আমাকে এটা বলেছেন ৷ হরিয়ানাতে 3 হাজার হয়েছিল, ত্রিপুরাতে 11 হাজার হয়েছিল, এটাতে 75 হাজার চাকরির মধ্যে 50-55 হাজার সেল করে দেওয়া হয়েছে ৷’’

নন্দীগ্রামের বিধায়কের (Nandigram MLA) দাবি, ‘‘এটাতে একা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), অপা এঁরা যুক্ত শুধু নন ৷ এর সঙ্গে প্রচুর কালেক্টর আছেন ৷ ব্লক, জেলাস্তরে কালেক্টর আছেন ৷’’

এর পর তাঁর সংযোজন, ‘‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে 100 জন তৃণমূল নেতার নাম দিয়েছি ৷ এর মধ্যে বিধায়ক আছেন, মন্ত্রী আছেন ৷ নথিও দিয়েছি ৷ চারজন বিধায়কের লেটারহেড প্যাডও দিয়েছি, যাঁরা কালেকশন করেছেন ৷’’ এই দুর্নীতিতে অভিযুক্তদের তিনি কড়া শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন অমিত শাহের কাছে ৷

আরও পড়ুন :Political Reaction on Arpita Claim: অর্পিতার অজান্তেই তাঁর ফ্ল্যাটে টাকা ? বিস্ফোরক মন্তব্যে শুরু রাজনৈতিক তরজা

Last Updated : Aug 2, 2022, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details