পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দুঃখপ্রকাশ করে শোকজ়ের জবাব দিলেন সায়ন্তন-অগ্নিমিত্রা - শো কজ

তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগ দিতে পারেন বলে কয়েকদিন আগে জল্পনা ছড়ায় । সেই সময় তাঁকে নিয়ে প্রকাশ্যেই আপত্তি জানিয়েছিলেন সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পালরা । পরে বিজেপির তরফে ওই দুজনকেই শোকজ় করা হয়। সাতদিনের মধ্যে জবাব চাওয়া হয় ।

bjps-sayantan-basu-and-agnimitra-paul-gave-reply-of-show-cause-to-party
শোকজের জবাবে দুঃখপ্রকাশ সায়ন্তন-অগ্নিমিত্রার, খবর বিজেপি সূত্রে

By

Published : Dec 29, 2020, 1:13 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর: দলীয় অনুশাসন মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে দুঃখপ্রকাশ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু ও নেত্রী অগ্নিমিত্রা পাল। বিজেপির একটি সূত্র থেকে এই খবর পাওয়া গিয়েছে। যদিও এই নিয়ে প্রকাশ্য়ে কোনও মন্তব্য করতে চাননি তাঁরা ।

তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগ দিতে পারেন বলে কয়েকদিন আগে জল্পনা ছড়ায় । সেই সময় তাঁকে নিয়ে প্রকাশ্যেই আপত্তি জানিয়েছিলেন সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পালরা । পরে বিজেপির তরফে ওই দুজনকেই শোকজ় করা হয়। সাতদিনের মধ্যে জবাব চাওয়া হয় ।

নির্ধারিত সময়ের মধ্যেই জবাব দিয়ে দেন ওই দু'জন। বিজেপি সূত্রে খবর, জবাবি চিঠিতে তাঁরা দুজনেই দুঃখপ্রকাশ করেছেন। আগামীদিনে দলের অনুশাসন মেনে চলার প্রতিশ্রুতিও দিয়েছেন। দলের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মন্তব্য করবেন না বলেও জানিয়েছেন।

সায়ন্তন বসু রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক। তিনি বলেন, "এটা দলের অভ্যন্তরীণ বিষয়। আমি চিঠিতে কী লিখেছি সেটা আমি সংবাদমাধ্যমের কাছে জানাব না। তবে চিঠির জবাব আমি দলকে জানিয়েছি।"

আরও পড়ুন:দলবিরোধী মন্তব্য, শান্তনু ঠাকুরকে চিঠি দিয়ে সতর্ক করল বিজেপি

অন্যদিকে গত বছর লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন অগ্নিমিত্রা পল। কয়েক মাস আগে তাঁকে দলের মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী করা হয়েছে। তিনি বলেন, "পাটি আমাকে যে বিষয়ে শোকজ় করেছিল তার জবাব আমি দিয়েছি।"

ABOUT THE AUTHOR

...view details