কলকাতা, 14 সেপ্টেম্বর: পূর্ব ঘোষিত বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) কর্মসূচি ঘিরে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল শহর কলকাতা এবং হাওড়ার একাংশ ৷ বিজেপি কর্মী-সমর্থকদের অভিযানে পুলিশি বাধা এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় খণ্ডযুদ্ধের ছবি গতকাল স্থান করে নিয়েছিল শিরোনামে ৷ পালটা পুলিশকে লক্ষ্য করে বিজেপি কর্মী-সমর্থকদের আক্রমণের বিভিন্ন ছবিও মঙ্গলবার ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায় ৷ চলছে দোষারোপ পালটা দোষারোপের পালা ৷ তবে নবান্ন অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশি দমনে যে তারা ডরাচ্ছেন না, তা ফের একবার স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷
বাংলায় আরও গতি পাবে বিজেপি-র প্রতিবাদ আন্দোলন ৷ আরও জোরালো হবে 'চোর ধরো জেল ভরো' আন্দোলন কর্মসূচি ৷ তবে সেটা এখনই নয় ৷ বঙ্গে এখন উৎসবের মরশুম ৷ তাই কালীপুজোর পরেই রাজ্যে আরও সক্রিয়ভাবে বিভিন্ন প্রতিবাদ আন্দোলন এবং কর্মসূচি চালাবে বিজেপি (BJPs protest against WB government will get speed after Kalipuja) ৷ ঘোষণা করা হল বঙ্গ বিজেপি-র তরফে।