পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bengal BJP: পঞ্চায়েত-লোকসভা ভোটে ভালো ফলের লক্ষ্যে সাংগঠনিক রদবদল বঙ্গ বিজেপিতে - Jyotiraditya Scindia

এতদিন পশ্চিমবঙ্গ বিজেপিতে (Bengal BJP) সাধারণ সম্পাদক (সংগঠন)-এর দায়িত্ব পালন করতেন অমিতাভ চক্রবর্তী ৷ এবার তাঁর সঙ্গে যুগ্ম ভাবে দায়িত্ব দেওয়া হল ভিনরাজ্যের নেতা সতীশ ধন্ডকে (BJP Leader Satish Dhond) ৷ পঞ্চায়েত ও লোকসভা ভোটে ভালো ফলের লক্ষ্যে সাংগঠনিক রদবদল বলে গেরুয়া শিবির সূত্রে খবর ৷

bjps-organisational-change-before-panchayat-lok-sabha-elections
Bengal BJP: পঞ্চায়েত-লোকসভা ভোটে ভালো ফলের লক্ষ্যে সাংগঠনিক রদবদল বঙ্গ বিজেপিতে

By

Published : Jul 22, 2022, 1:38 PM IST

কলকাতা, 22 জুলাই : বঙ্গ বিজেপিতে (Bengal BJP) সাংগঠনিক রদবদল করল গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব ৷ সতীশ ধন্ড (BJP Leader Satish Dhond) বঙ্গ বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন)-এর দায়িত্ব দেওয়া হল ৷ বিজেপির একটি সূত্রের দাবি, আগামী বছর পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023), তার পর রয়েছে লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024), এই দুই ভোটে ভালো ফল করতেই এই রদবদল করা হয়েছে ৷

সতীশ ধন্ড সম্বন্ধে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তা হল - তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (Rashtriya Swayamsevak Sangh) বা আরএসএস (RSS) থেকে উঠে আসা নেতা ৷ তাঁর কাঁধে গোয়ার গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল ৷ সেখানে তিনি সাফল্যের সঙ্গে কাজ করেছেন বলেই মনে করে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব ৷ সেই কারণে তাঁকে ওড়িশার দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ তার সঙ্গে এবার বাংলারও দায়িত্ব দেওয়া হল ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2021-এর বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) প্রত্যাশিত ফল করতে পারেনি বিজেপি ৷ তার পর একের পর এক উপ-নির্বাচন, পৌরভোটে শোচনীয় ফল হয়েছে গেরুয়া শিবিরের ৷ তার মধ্যেই হয়েছে রাজ্য সভাপতি বদল ৷ রাজ্যস্তর ও জেলাস্তরেও সাংগঠনিক রদবদল রয়েছে ৷ তার জেরে ক্ষোভও ছড়ায় বিজেপির একটা অংশে ৷ সেই সময় বিক্ষুব্ধরা বারবার কাঠগড়ায় তুলেছিলেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে ৷

তাই বিজেপির একটি অংশের দাবি, বিক্ষুব্ধের বক্তব্যকে শেষ পর্যন্ত মেনে নিল কেন্দ্রীয় নেতৃত্ব ৷ সতীশ ধন্ডকে দায়িত্বে এনে ডানা ছাঁটা হল অমিতাভ চক্রবর্তীর ৷ ফলে তিনি এই বিষয়টি কীভাবে নেবেন, তা নিয়ে ধোঁয়াশা ছিল ৷ কিন্তু টুইট করে সতীশকে স্বাগত জানিয়ে কিছুটা হলেও ধোঁয়াশা কাটিয়েছেন অমিতাভ ৷ সতীশকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷

2021-এর বিধানসভা নির্বাচনের পর গেরুয়া শিবিরের মনোবল যে ভেঙেছে, তা দৃশ্যতই স্পষ্ট ৷ সংগঠনও দুর্বল হয়েছে ৷ যদিও বিজেপি বারবার শাসক দলের সন্ত্রাসকে কাঠগড়ায় তুলেছে ৷ কারণ যাই হোক, গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় বিজেপির সংগঠনকে ধরে রাখতে মরিয়া ৷ এর প্রমাণ গত কয়েকদিনে বারবার পাওয়া গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

তাঁরা উদাহরণ হিসেবে দু’টি নাম তুলে ধরেছেন ৷ সেই দু’টি নামের একটি স্মৃতি জুবিন ইরানি (Smriti Irani) ৷ আর দ্বিতীয়জন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) ৷ স্মৃতিকে বাংলার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্যকে দমদম লোকসভা আসনের (Dum Dum Lok Sabha Constituency) দায়িত্ব দেওয়া হয়েছে ৷ এমন একজন হেভিওয়েট নেতাকে শুধু একটি লোকসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া থেকেই বোঝা যাচ্ছে বাংলার পরবর্তী নির্বাচনগুলি নিয়ে মোদি-শাহরা কতটা সিরিয়াস ৷

এদিকে আজ, শুক্রবারই বাংলায় আসছেন মাধবরাও-পুত্র৷ আগামিকাল পর্যন্ত তিনি থাকবেন ৷ ঘুরে দেখবেন দমদম লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা ৷ কর্মী-সমর্থকদের সঙ্গেও কথা বলবেন ৷ তার পরই ওই লোকসভা কেন্দ্রে লড়াইয়ের ব্লু প্রিন্ট তিনি তৈরি করবেন বলে গেরুয়া শিবির সূত্রের খবর ৷

অন্যদিকে সতীশ কবে বাংলায় আসবেন, তা এখনও জানা যায়নি ৷ এই বিষয়ে সামগ্রিকভাবে বিজেপির কোনও নেতার কোনও বক্তব্যই পাওয়া যায়নি ৷

আরও পড়ুন :BJP Door to Door Campaign: ভোট মরশুমের আগে সংগঠনে জোর, দরজায় দরজায় ঘুরে জনসংযোগ বাড়াচ্ছে বিজেপি

ABOUT THE AUTHOR

...view details