কলকাতা, 22 জুলাই : বঙ্গ বিজেপিতে (Bengal BJP) সাংগঠনিক রদবদল করল গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব ৷ সতীশ ধন্ড (BJP Leader Satish Dhond) বঙ্গ বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন)-এর দায়িত্ব দেওয়া হল ৷ বিজেপির একটি সূত্রের দাবি, আগামী বছর পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023), তার পর রয়েছে লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024), এই দুই ভোটে ভালো ফল করতেই এই রদবদল করা হয়েছে ৷
সতীশ ধন্ড সম্বন্ধে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তা হল - তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (Rashtriya Swayamsevak Sangh) বা আরএসএস (RSS) থেকে উঠে আসা নেতা ৷ তাঁর কাঁধে গোয়ার গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল ৷ সেখানে তিনি সাফল্যের সঙ্গে কাজ করেছেন বলেই মনে করে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব ৷ সেই কারণে তাঁকে ওড়িশার দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ তার সঙ্গে এবার বাংলারও দায়িত্ব দেওয়া হল ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, 2021-এর বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) প্রত্যাশিত ফল করতে পারেনি বিজেপি ৷ তার পর একের পর এক উপ-নির্বাচন, পৌরভোটে শোচনীয় ফল হয়েছে গেরুয়া শিবিরের ৷ তার মধ্যেই হয়েছে রাজ্য সভাপতি বদল ৷ রাজ্যস্তর ও জেলাস্তরেও সাংগঠনিক রদবদল রয়েছে ৷ তার জেরে ক্ষোভও ছড়ায় বিজেপির একটা অংশে ৷ সেই সময় বিক্ষুব্ধরা বারবার কাঠগড়ায় তুলেছিলেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে ৷
তাই বিজেপির একটি অংশের দাবি, বিক্ষুব্ধের বক্তব্যকে শেষ পর্যন্ত মেনে নিল কেন্দ্রীয় নেতৃত্ব ৷ সতীশ ধন্ডকে দায়িত্বে এনে ডানা ছাঁটা হল অমিতাভ চক্রবর্তীর ৷ ফলে তিনি এই বিষয়টি কীভাবে নেবেন, তা নিয়ে ধোঁয়াশা ছিল ৷ কিন্তু টুইট করে সতীশকে স্বাগত জানিয়ে কিছুটা হলেও ধোঁয়াশা কাটিয়েছেন অমিতাভ ৷ সতীশকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷