পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যে 1 কোটি নতুন সদস্য নেওয়ার লক্ষ্যমাত্রা BJP-র

রাজ্যের 39টি সাংগঠনিক জেলায় আজ থেকে শুরু হচ্ছে BJP-র সদস্য গ্রহণ কর্মসূচি । সূচনা করবেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ ।

তুষারকান্তি ঘোষ, রাজ্য BJP-র সম্পাদক

By

Published : Jul 6, 2019, 9:28 AM IST

Updated : Jul 6, 2019, 10:45 AM IST

কলকাতা, 6 জুলাই: আজ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে BJP-র সদস্য গ্রহণ কর্মসূচি । চলবে 11 অগাস্ট পর্যন্ত । রাজ্যের 39টি সাংগঠনিক জেলাতেও এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।

কলকাতার শ্যামবাজার থেকে BJP-র সদস্য গ্রহণ কর্মসূচির সূচনা হবে । দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কর্মসূচির সূচনা করবেন । নতুন সদস্য নেওয়ার পাশাপাশি পুরনো সদস্যদের পদ পুনর্নবীকরণ করা হবে। প্রতি বুথে কমপক্ষে 50 জন নতুন সদস্য নিতে হবে । রাজ্যে এই লক্ষ্যমাত্রা 1 কোটি । এই লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । BJP-র নতুন সদস্য হওয়ার জন্য 8980808080 নম্বরে মিসড কল দিলেই হবে । তবে মিসড কলের পাশাপাশি একটি ফর্ম বা আবেদনপত্রও পূরণ করতে হবে ।

আরও পড়ুন : BJP-তে যোগ জ্যোতিপ্রিয়র জামাইয়ের

আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন । দলের রাজ্য সম্পাদক তুষারকান্তি ঘোষ বলেন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনটিকে এই কর্মসূচির জন্যই বেছে নেওয়া হয়েছে । কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের নতুন সদস্য নেওয়ার টার্গেট বেঁধে দিয়েছে । রাজ্যজুড়ে যেভাবে BJP-তে যোগদান ও সদস্য হওয়ার জন্য আগ্রহ বাড়ছে, তাতে মনে হয় সহজেই আমরা লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব । "

ভিডিয়োয় বক্তব্য শুনুন
Last Updated : Jul 6, 2019, 10:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details