কলকাতা, 23 মে : বিজেপি সাংসদ অর্জুন সিং তৃণমূলে যোগদান (Arjun Singh Rejoins TMC) করার 24 ঘণ্টার মধ্যেই বাংলায় কেন্দ্রীয় টিম পাঠালো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ।
তবে, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সাধারণ সম্পাদক ভূপেন্দ যাদব আসার কথা থাকলেও, বিশেষ কাজে আজ তিনি কলকাতায় আসতে পারেননি । কিন্ত অমিত মালব্য নেতৃত্বে বিশেষ টিম আজ বাংলায় আসে । নিউটাউনে একটি পাঁচতারা হোটেলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Bengal Opposition Leader Suvendu Adhikari) নিয়ে দফায় দফায় বৈঠক করেন । শেষে পরিস্থিতি খারাপ বুঝে শুভেন্দু অধিকারীকে ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিশেষ দায়িত্ব দেওয়া হয় ।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (BJP National President JP Nadda) সঙ্গে বৈঠকের এক সপ্তাহের মধ্যে কীভাবে অর্জুন তৃণমূলে যোগ দিলো ? এই নিয়ে রাজ্যের শীর্ষ নেতৃত্বের কাজেও ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সূত্রের খবর, বঙ্গ বিজেপির সামগ্রিক অবস্থা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব এবার কড়া অবস্থান নিতে চাইছে । রাজ্যের বিজেপি বিধায়ক ও সাংসদের দল বদল আটকাতে সব রকম পদক্ষেপ করতে হবে, শুভেন্দু ও সুকান্তকে এই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ।