কলকাতা, 24 মে : ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে ফিরে (Arjun Singh Rejoins TMC) যাওয়ার পর বিধায়ক-সাংসদদের ধরে রাখতে মরিয়া বিজেপি ৷ বিশেষ করে রাষ্ট্রপতি নির্বাচনের আগে যাতে কেউ দল ছেড়ে না যায়, সেই বিষয়টি সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ৷ বিজেপি সূত্র থেকে তেমনই খবর পাওয়া গিয়েছে ৷
ওই সূত্র জানাচ্ছে যে পশ্চিমবঙ্গের জন্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য এই নিয়ে কড়া নির্দেশ দেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷ সম্প্রতি অমিত মালব্য বিজেপির কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন ৷ সেখানেই তিনি এই নির্দেশ দিয়েছেন ৷ ওই বৈঠকটি বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার (BJP National President JP Nadda) নির্দেশেই তিনি করেন ওই সূত্রের দাবি ৷
বিজেপির সূত্রের দাবি, গেরুয়া বিধায়কদের দায়িত্ব শুভেন্দু অধিকারীর উপর দেওয়া হয়েছে ৷ আর সাংসদদের দায়িত্ব দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারের উপর । তাঁরা আলাদা আলাদা ভাবে বিধায়ক ও সাংসদদের সঙ্গে কথা বলবেন ৷ সেই মতো একটি রিপোর্ট দিল্লিতে পাঠাবেন ৷ আগামী 15 দিনের মধ্যেই এই কাজ করতে অমিত মালব্য শুভেন্দু-সুকান্তকে নির্দেশ দিয়েছেন ৷