পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

যুব মোর্চাকে মজবুত করতে বিশেষ উপদেষ্টা কমিটি গঠন BJP-র

যুব মোর্চার সংগঠন আরও মজবুত করতে বিশেষ উপদেষ্টা কমিটি গঠন করল BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব ৷ কমিটিতে স্থান পেলেন সৌমিত্র খাঁ, শুভ্রাংশু রায় ও অর্জুন সিংয়ের ছেলে পবন সিং ৷ আগামী দিনে যুব মোর্চার আন্দোলনের রূপরেখা তৈরি করতে এই কমিটি প্রয়োজনীয় উপদেশ দেবে ৷

By

Published : Aug 29, 2019, 9:01 AM IST

যুব মোর্চার সহ সভাপতি

কলকাতা, 29 অগাস্ট: রাজ্যজুড়ে যুব মোর্চার সংগঠন আরও মজবুত করতে বিশেষ উপদেষ্টা কমিটি গঠন করল BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব ৷ এই বিশেষ কমিটিতে স্থান পেলেন তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ, বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়, অর্জুন সিংয়ের ছেলে পবন সিং ৷ কমিটিতে স্থান দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডাকেও ৷

তৃণমূলের পন্থা নিয়ে তৃণমূলকে চাপে ফেলতেই এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে ৷ সে কারণেই BJP-তে যোগদানকারী তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের নেতাদের এই বিশেষ কমিটিতে রাখা হয়েছে ৷ দলের কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় জানিয়েছেন তৃণমূল থেকে আসা শঙ্কুদেব, সৌমিত্র ও শুভ্রাংশ রায়ের অভিজ্ঞতাকে কাজে লাগবে BJP-র যুব মোর্চা ৷ রাজ্যে যে কোনও বড় কর্মসূচি নিলে এই উপদেষ্টা কমিটির সঙ্গে আলোচনা করতে পারবে দলের বর্তমান যুব মোর্চা কমিটি ৷ আগামী দিনে যুব মোর্চার আন্দোলনের রূপরেখা তৈরি করতে এই কমিটি প্রয়োজনীয় উপদেশ দেবে ৷

আরও পড়ুন: পায়ে হাত না দিলে এখানকার IPS, IAS-দের প্রোমোশন হয় না : দিলীপ

BJP-র যুব মোর্চা সূত্রে খবর, বর্তমানে যে কমিটি আছে, তা ভেঙে দেওয়া হবে ৷ BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকারকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ৷ বদলে নতুন কাউকে সভাপতি করতে পারে দলের শীর্ষ নেতৃত্ব ৷ কে যুব মোর্চার নতুন সভাপতি হবেন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা ৷ যুব মোর্চার সহ-সভাপতি প্রকাশ দাস বলেন, মূলত দলের একটি সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ব বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ৷ আগামী দিনে যুব মোর্চার আন্দোলনের রূপরেখাও নির্ধারণ করা হয়েছে এই বৈঠকে ৷

ABOUT THE AUTHOR

...view details