পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bhabanipur By Election : শ্লীলতাহানির অভিযোগ প্রিয়াঙ্কার, পুলিশকর্তাকে ভবানীপুরের ভোট থেকে সরাতে কমিশনে বিজেপি - Election Commission

বৃহস্পতিবার সন্ধ্যায় দলের প্রার্থী মানস সাহার মৃতদেহ নিয়ে বিজেপি নেতারা আচমকা হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ৷ সেই ঘটনায় পুলিশ বাধা দেয় বিজেপি নেতাদের ৷ বিজেপির অভিযোগ, কলকাতা পুলিশের ডিসিপি (দক্ষিণ) আকাশ মাঘারিয়া খারাপ ব্যবহার করেছেন তাদের নেতাদের সঙ্গে ৷

bjp writes to election commission for removal of a kolkata police office from bhabanipur by election duty
Bhabanipur By Election : কলকাতার ডিসিপি (দক্ষিণ)-কে ভবানীপুরের ভোট থেকে সরাতে কমিশনে বিজেপি

By

Published : Sep 24, 2021, 8:27 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর : কলকাতা পুলিশের (Kolkata Police) ডিসি (দক্ষিণ) আকাশ মাঘারিয়াকে ভোটের দায়িত্ব থেকে সরাতে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হল ভারতীয় জনতা পার্টি ৷ শুক্রবার এই নিয়ে তাদের তরফে অভিযোগ জমা দেওয়া হয়েছে কমিশনের কাছে ৷

বিজেপির অভিযোগ, ভবানীপুর উপ-নির্বাচনে (Bhabanipur By Election) তাদের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)-সহ বেশ কয়েকজন মহিলার সঙ্গে অভ্যবতা করেছেন কলকাতা পুলিশের ডিসিপি (দক্ষিণ) আকাশ মাঘারিয়া ৷ তাছাড়া তাদের রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumder)-কে শারীরিক হেনস্তাও করেছে ওই পুলিশ আধিকারিক ৷

আরও পড়ুন :Mamata Banerjee: আমায় শারীরিক আঘাত করার পরিকল্পনা ছিল বিজেপির: মমতা

তাই কমিশনের কাছে বিজেপির (BJP) তরফে দাবি করা হয়েছে, যাতে ওই আইপিএসকে ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ৷ আর ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা লঙ্ঘন করার জন্য ওই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ৷ প্রয়োজনে আকাশ মাঘারিয়াকে সাসপেন্ডের দাবিও জানিয়েছে বিজেপি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে সম্প্রতি মানস সাহা নামে এক বিজেপি নেতার মৃত্যু হয়েছে ৷ বিজেপির অভিযোগ, মানস সাহা মগরাহাটে বিজেপির প্রার্থী ছিলেন ৷ ভোটের গণনার দিন তিনি তৃণমূল (Trinamool Congress) আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন ৷ তার পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷

কলকাতার ডিসিপি (দক্ষিণ)-কে ভবানীপুরের ভোট থেকে সরাতে কমিশনে বিজেপি

আরও পড়ুন :Mamata Banerjee: আমায় শারীরিক আঘাত করার পরিকল্পনা ছিল বিজেপির: মমতা

গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মৃতদেহ নিয়ে বিজেপি নেতারা আচমকা হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির সামনে ৷ সেখানে রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায় ৷ রাস্তায় বসে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ সেই সময় পুলিশ তাঁকে সরিয়ে দেন সেখান থেকে ৷ এই ঘটনা নিয়ে আকাশ মাঘারিয়ার বিরুদ্ধে অভব্যতা ও হেনস্তার অভিযোগ তুলেছে বিজেপি ৷

তবে কমিশনের কাছে জমা দেওয়া অভিযোগে বিজেপি জানিয়েছে যে তারা শান্তিপূর্ণ শেষযাত্রা করছিল ৷ কিন্তু পুলিশ তাদের বাধা দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে দেয় ৷ এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

আরও পড়ুন :West Bengal Farmers : মমতার আমলে চাষিদের আয় বাড়লেও কৃষি নির্ভরতা কমেছে

ABOUT THE AUTHOR

...view details