পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP Workers Protest : বিজেপির রাজ্য দফতরের বাইরে বিক্ষুব্ধদের বিক্ষোভ - BJP National President JP Nadda

গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন (BJP Workers Protest outside Party Head Office of Bengal) ৷ বৃহস্পতিবার কলকাতায় দলের রাজ্য দফতরের বিক্ষোভ দেখালেন বিক্ষুব্ধ নেতা ও কর্মীরা ৷

bjp-workers-protest-outside-party-head-office-of-bengal
BJP Workers Protest : বিজেপির রাজ্য দফতরের বাইরে বিক্ষুব্ধদের বিক্ষোভ

By

Published : Apr 21, 2022, 8:05 PM IST

কলকাতা, 21 এপ্রিল : বিজেপিতে এবার আদি-নব্য ‘দ্বন্দ্ব’ প্রকাশ্যে ।

জেলায় জেলায় বিজেপির কর্মীদের ইস্তফার পর এবার আন্দোলনের ঝাঁঝ গড়াল মুরলিধর সেন লেনের সদর কার্যালয়ের বাইরে (BJP Workers Protest outside Party Head Office of Bengal) । বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর ইস্তফার দাবিতে রাজ্য দফতরের বাইরে বিজেপির বিক্ষুব্ধরা দফায় দফায় বিক্ষোভ দেখালেন বৃহস্পতিবার । অন্যদিকে জেলায় জেলায় বিজেপির নেতাদের ইস্তফার ঘটনার বর্ণনা দিয়ে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP National President JP Nadda) কে লিখিত ভাবে জানিয়েছেন বিক্ষুব্ধ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (Union Minister Santanu Thakur) ।

বিক্ষোভকারীদের দাবি, পিকে-মুকুলের সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত কৈলাস বিজয়বর্গীয়-অমিতাভ চক্রবর্তী ও তাঁর সহযোগীদের অবিলম্বে অপসারণ করতে হবে । তাঁদের অভিযোগ, 2021-এর বিধানসভা নির্বাচনে নিশ্চিত জয় হাতছাড়া থেকে 2022-এর উপ নির্বাচনে তৃতীয় স্থান ও জামানত জব্দের জন্য দায়ী অমিতাভ চক্রবর্তী-সহ তাঁর নব-নিযুক্ত কমিটির লোকজন । রাজ্য, জেলা ও মণ্ডল থেকে আদি, অভিজ্ঞতা সম্পন্ন বিজেপির নেতৃত্বকে সরিয়ে সেই পদে অযোগ্য লোককে বসানো হচ্ছে । শুধু বুথস্তর নয়, মণ্ডল সভাপতিদের বাদ দিয়ে সেই জায়গায় নতুন লোকদের বসানো হচ্ছে ।

এদিন রাজ্য দফতরে বিক্ষোভে অংশ নেওয়া সংখ্যালঘু সেলের প্রাক্তন সহ-সভাপতি সামসুর রহমান বলেন, "অবিলম্বে বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীকে তাঁর পদ থেকে সরাতে হবে । অমিতাভ চক্রবর্তী দুর্নীতিগ্রস্ত। এমনকি, ভোট পরবর্তী হিংসায় বিজেপির কর্মীদের পাশে না দাঁড়িয়ে দিল্লি থেকে আসা টাকা আত্মসাৎ করা হয়েছে ৷"

আরও পড়ুন :Dilip attacks Sukanta over BJP conflict: সুকান্তর অভিজ্ঞতা কম, দল থেকে যোগ্যদের বাদ দিলে চলবে না: দিলীপ

ABOUT THE AUTHOR

...view details