পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP Durga Puja: তিন বছরেই হাল ছাড়ল পদ্মশিবির, উমার আরাধনায় আর নেই বিজেপি - বিজেপির দুর্গাপুজো

এই বছর পুজো করা নিয়েই সন্দিহান ছিলেন তাবড় বিজেপি নেতারা । শেষমুহূর্তে পুজোর কয়েকদিন আগে জরুরি বৈঠকে বসে বিজেপির কালচারাল সেল । বিসর্জনের পরেই জানিয়ে দেওয়া হল, আগামী বছর থেকে আর পুজো করবে না বঙ্গের পদ্মশিবির ৷ এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে (BJP will not organize Durga Puja) ।

Etv Bharat
2020 সালে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Oct 6, 2022, 9:34 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর:বিসর্জনের 24 ঘণ্টা কাটতে না-কাটতেই আগামী বছরের পুজো নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল গেরুয়াশিবির ৷ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জানিয়ে দেওয়া হল, এই শেষ ৷ আগামী বছর থেকে আর পুজো করবে না বঙ্গের পদ্মশিবির ৷ এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে (BJP will not organize Durga Puja) ।

2021 বিধানসভা নির্বাচনের আগে মুকুল রায়ের উদ্যোগে ইজেডসিসি-তে এই পুজো শুরু হয় । 2020 সালে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেবছর করোনার চোখরাঙানি উপেক্ষা করে বিপুল জাঁকজমকের সঙ্গে হয়েছিল উমার আরাধনায় । যদিও সময় যত এগিয়েছে বঙ্গে ততই রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে ৷ একই সঙ্গে ক্রমশ ব্যাকফুটে গিয়েছে বঙ্গ বিজেপি ৷

এই বছর পুজো করা নিয়েই সন্দিহান ছিলেন তাবড় বিজেপি নেতারা

2021 সালের বিধানসভা নির্বাচন ৷ ভোটের আগে বিজেপি হাওয়া উড়লেও ব্যালটে কার্যত মুখ থুবড়ে পড়ে গেরুয়াশিবির ৷ তারপর যত নির্বাচনই এসেছে, তা সে উপনির্বাচন হোক কিংবা কলকাতা পৌরনিগমের নির্বাচন, পারফর্ম্যান্সের গ্রাফ তত তলানিতে ঠেকেছে ৷ পাল্লা দিয়ে বিজেপি-র হাত ছেড়েছেন নেতা-কর্মীরা ৷

বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পরেই দল ছাড়েন মুকুল রায় । প্রবীণ নেতার হাত দিয়েই এই পুজোর সূচনা হয়েছিল শুধু নয়, অনুষ্ঠানের একাধিক দায়িত্ব ছিল তাঁর কাঁধে । ফলত 2021 সালের আয়োজনে কিছুটা ভাঁটা পড়ে । তারপর এই বছর পুজো করা নিয়েই সন্দিহান ছিলেন তাবড় বিজেপি নেতারা । পুজোর শেষ মুহূর্ত পর্যন্ত কর্মী-সমর্থকদের মধ্যে কোনও উৎসাহ দেখা যায়নি । শেষমুহূর্তে পুজোর কয়েকদিন আগে জরুরি বৈঠকে বসে বিজেপি-র কালচারাল সেল (Durga Puja 2022) ।

আরও পড়ুন:পৌরহিত্য করছেন 'অব্রাহ্মণ মহিলা', বিজেপি'র দুর্গাপুজোয় আধুনিকতার ছোঁয়া

হিন্দু শাস্ত্র অনুযায়ী, কোনও পুজোর সংকল্প করে তার সূচনা করলে টানা 3 বছর পুজো করে তবেই তা উদযাপন করতে হয় । এটাই প্রচলিত নিয়ম । জানা গিয়েছে, ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, এই বছরই শেষবার দুর্গাপুজোর আয়োজন করা হবে ৷ পুজোর আগেই কানাঘুষো শোনা গিয়েছিল, রাজ্যে আসবেন অমিত শাহ । শুধু বিজেপি আয়োজিত পুজোই নয়, তাঁর হাত দিয়ে উদ্বোধন হবে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোও ৷ শেষপর্যন্ত অমিত শাহ আসেননি । এমনকী ভার্চুয়ালি উদ্বোধনও তিনি করেননি । সল্টলেকে বিজেপির পুজোর উদ্বোধন করেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

রাজ্যের প্রধান বিরোধী দলের সূত্র বলছে, দুর্গাপুজোর আয়োজন করা নিয়ে প্রথম থেকেই দলের অভ্যন্তরে সমন্বয়ের অভাব ছিল । এর প্রধান বিরোধী ছিলেন দিলীপ ঘোষ ৷ প্রথম থেকেই এই পুজোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি । তাঁর যুক্তি ছিল, দলীয়ভাবে বিজেপির দুর্গাপুজো করা উচিত নয় । সেসময় বাকিদের মত নিয়ে শুরু হয়েছিল পুজো ।

পৌরহিত্য করছেন 'অব্রাহ্মণ মহিলা', চলতি বছর বিজেপি'র দুর্গাপুজোয় লেগেছিল আধুনিকতার ছোঁয়া

আরও পড়ুন: তৃতীয় বছরে বিজেপি'র দুর্গাপুজো, বোধনেই তৃণমূলকে বিসর্জনের ডাক

বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "দল মনে করেছিল বলেই পুজো শুরু হয়েছিল । তবে এখন পরিস্থিতি পালটেছে, তাই দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী বছর থেকে আর পুজো করা হবে না ।" বিজেপি-র এই সিদ্ধান্তকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তিনি বলেন, "আগামী বছর থেকে পুজো না-হওয়াটা স্বাভাবিক ব্যাপার ৷ দম ফুরিয়ে যাচ্ছে । তৎকালীন বিজেপি নেতাদের বাদ দিয়ে, আদি বিজেপি নেতারা যদি নিজের পাড়ার পুজোতে যুক্ত থাকতেন, তাহলে হল ভাড়া করে পুজো করতে হত না । তৎকালীন বিজেপি নেতারা আজ আছেন, কাল নেই । এগুলোকে যেন বিজেপি-র পুজো না-বলা হয় । হল ভাড়া করে পুজো করার অর্থ, বিজেপি নেতাদের কোনও পুজো নেই । এই নেতাদের কোনও পাড়া নেই । এরা জনবিচ্ছিন্ন । হল ভাড়া করে বিয়ে হয়, শ্রাদ্ধ হয়, অন্নপ্রাশন হয় । বছরের পর বছর পুজো হয় না ।"

ABOUT THE AUTHOR

...view details