কলকাতা, 31 ডিসেম্বর : রাজ্যের আসন্ন পৌর নির্বাচনে (Municipal Election 2022) সংশ্লিষ্ট সবক’টি পৌরনিগম ও পৌরসভাতেই বিজেপির কাউন্সিলর থাকতে হবে ৷ সেইসঙ্গে, দখল করতে হবে দক্ষিণবঙ্গের আসানসোল এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি পৌরনিগম ৷ দলীয় নেতা, কর্মীদের কঠোর ভাষায় এই বার্তাই নাকি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar on Municipal Election 2022) ৷
আরও পড়ুন :Bidhannagar Corporation Election 2022 : বিধাননগরে প্রার্থী হচ্ছেন সব্যসাচী, তালিকায় রয়েছেন কৃষ্ণাও
বিজেপি সূত্রের দাবি, কলকাতা পৌরভোটের (KMC Election 2021) ফল ভুলে আপাতত আসন্ন ভোটযুদ্ধে মনোনিবেশ করেছে গেরুয়া শিবির ৷ তাদের বক্তব্য, কলকাতায় তৃণমূল অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হতেই দেয়নি ৷ সেই কারণেই বিজেপির ফল এত খারাপ হয়েছে ৷ কিন্তু, রাজ্যের অন্যত্র তারা যথেষ্ট শক্তিশালী ৷ তাই সেখানে লড়াই হবে হাড্ডাহাড্ডি ৷ বিজেপির হিসাব বলছে, আসানসোল ও শিলিগুড়িতে এই মুহূর্তে তাদের সংগঠন অত্যন্ত মজবুত ৷ তাই এই দু’টি জায়গায় পৌরবোর্ড গঠন করতে মরিয়া বিজেপি নেতৃত্ব ৷ সেই পরিকল্পনা যাতে বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতে দলের কর্মী ও স্থানীয় নেতাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন সুকান্ত ৷
প্রসঙ্গত, আগামী 22 জানুয়ারি ভোট হবে রাজ্যের চারটি পৌরনিগমে ৷ এগুলি হল, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর ও বিধাননগর ৷ সেই নির্ঘণ্ট ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন ৷ একইসঙ্গে তাদের প্রস্তাব, 109টি পৌরসভায় বকেয়া ভোট সারা হবে আগামী 27 ফেব্রুয়ারি ৷ সব মিলিয়ে এই 113টি পৌরবোর্ডেই যত বেশি সম্ভব জনপ্রতিনিধিদের পাঠাতে তৎপর বিজেপি রাজ্য নেতৃত্ব ৷ এই প্রসঙ্গে কর্মীদের প্রতি সুকান্তর বার্তা, বিজেপি যে রাজ্যের প্রধান বিরোধী শক্তি, তা আসন্ন পৌর নির্বাচনেই দলকে প্রমাণ করতে হবে ৷
আরও পড়ুন :Bengal Civic Poll 2022 : চার পৌরনিগমের ভোটের বিজ্ঞপ্তি জারি কমিশনের
এছাড়াও, পৌরভোটে দল যাতে সেরা পারফরম্যান্স দিতে পারে, তা নিশ্চিত করতে মাঠে নামানো হয়েছে সাংসদ, বিধায়ক ও হেভিওয়েট নেতাদের ৷ যেমন, চন্দননগরের দায়িত্বে রয়েছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় ৷ আসানসোলে ভোটের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন পৌরপ্রধান জিতেন্দ্র তিওয়ারি ৷ শিলিগুড়িতে স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষ এবং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকে দেওয়া হয়েছে পৌর নির্বাচন পরিচালনার দায়িত্ব ৷ আর বিধাননগরে ভোটের গোটা বিষয়টা পরিচালনার দায়িত্ব পেয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ৷ অন্যদিকে, পৌরসভাগুলিতে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সাংগঠনিক জেলা সভাপতিদের ৷