কলকাতা, 5 অগস্ট : করোনার (Covid-19) তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় রাজ্যে দেড় লক্ষ স্বাস্থ্য স্বেচ্ছাসেবক (Health Volunteer) নিয়োগ করছে বঙ্গ বিজেপি । বিজেপির তরফে জানা গিয়েছে, এই সমস্ত স্বেচ্ছাসেবক শুধু করোনার বিষয়ে নয়, রাজ্যে করোনা টিকাকরণ (Covid Vaccination) সংক্রান্ত যেকোনও তথ্য দিয়ে সাধারণ মানুষকে সহযোগিতা করবেন ।
আজ বিজেপির (BJP) হেস্টিংস অফিসে স্বাস্থ্য স্বেচ্ছাসেবক ক্যাম্পের সূচনা হল । উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক শ্রীমতি ডগ্গুবতী পূর্যান্ডশ্বরী, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বোস, রাজ্য বিজেপি সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও সাংসদ ডাঃ জয়ন্ত রায় ।
আরও পড়ুন :nobel laureate abhijit : দেশের অর্থনীতি ভাল না হলে বাংলার একার উন্নতি কঠিন, মত নোবেলজয়ী অভিজিতের
বিজেপি সূত্রে খবর, কোভিড মোকাবিলায় স্বাস্থ্য স্বেচ্ছাসেবক অভিযান রাজ্যে শুরু হল । কোভিড সংক্রান্ত যে কোনও সমস্যায় 24 ঘণ্টাই রাজ্যের সাধারণ মানুষের জন্য দু’টি বিশেষ হেল্পলাইন নম্বরও আজ চালু হল । তার মধ্যে একটি টোল-ফ্রি ৷ সেই নম্বরটি হল- 9227492274 । এই নম্বরে ফোন করে কোভিড ও করোনা সংক্রান্ত যে কোনও তথ্য জানতে পারবেন রাজ্যের মানুষ ।
এছাড়া একটি হোয়াটস অ্যাপ নম্বর চালু হল-8700539531 । এই নম্বরে হোয়াটস অ্যাপ করলেও স্বাস্থ্য স্বেচ্ছাসেবকদের কাছ থেকে সাহায্য পাওয়া যাবে ৷ সূত্রের খবর, পাইলট প্রজেক্ট হিসাবে প্রথমে কলকাতা, হাওড়া, হুগলি ও দুই 24 পরগনার শহরতলির এলাকাগুলিতে এই পরিষেবা চালু হবে । পরে ধাপে ধাপে রাজ্যের 78 হাজার বুথেই এই পরিষেবা চালু করতে চাইছে বিজেপি ।