কলকাতা, 8 নভেম্বর : পেট্রোপণ্যে শুল্ক কমানোর দাবি তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামল বিজেপি ৷ সোমবার দলীয় কর্মসূচি থেকে দলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার প্রশ্ন তোলেন, কেন্দ্রের মোদির সরকার পেট্রোপণ্যে কর কমিয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী করেছে ?
তাঁর বক্তব্য, ‘‘আপনি তো মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন । এখন প্রধানমন্ত্রী তাঁর কাজ করেছেন আর দিদি আপনি কী করেছেন ? বাংলা কি পিছিয়ে থাকবে ? যে বাংলা একসময় এগিয়ে থাকত, সেই বাংলাকে এখন পিছন থেকে দেখতে হচ্ছে সামনে কারা রয়েছে ৷ দিদি আপনাকে শুল্ক কমাতে হবে ।’’
আরও পড়ুন :Suvendu Adhikari : অনুদানের টাকায় কী করেছে ক্লাবগুলি, ক্য়াগ অডিটের দাবি শুভেন্দুর
এদিন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘আপনি রাজ্যের মানুষকে গরিব করে রেখেছেন । তাই কেন্দ্র রেশন বন্ধ করতেই আপনার সাংসদরা হা হা করে উঠেছে ৷ অন্য কোনও রাজ্যে এই জিনিস হয়নি ৷ বাংলার মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে তার জন্য বেশি দামে পেট্রল-ডিজেল কিনতে হবে, এমন তো কথা ছিল না ৷’’ একইসঙ্গে মমতার সরকারকে তাঁর হুঁশিয়ারি, ‘‘আমরা চুপ করে বসে থাকব না ।’’
তাঁর দাবি, লকডাউনে এত কষ্টের মধ্যেও মোদির সঙ্গে দেশের মানুষ রয়েছেন । দেশে 70 ভাগ মানুষ মোদির সঙ্গে রয়েছেন ৷ এর পর মমতাকে বিঁধে তাঁর মন্তব্য, ‘‘দিদি তো বলেছিলেন আজীবন রেশন দেব ৷ এখন মোদিজি বলছেন, সংকট কেটে গিয়েছে মানুষের হাতে পয়সা এসে গিয়েছে, তাই বিনামূল্যে রেশনের প্রয়োজন নেই ৷ তাহলে কেন দিদির ভাইয়েরা চিঠি লিখছেন ?’’ তাঁর দাবি, এ রাজ্যে এতদিন কেন্দ্রের টাকাতেই বিনামূল্যে রেশন দেওয়া হত ৷ সেটা এবার প্রমাণিত হয়ে গেল ৷