পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP : বাংলা কি পিছিয়ে থাকবে, জ্বালানি শুল্ক কমানো নিয়ে সুকান্তর নিশানায় মমতা - Suvendu Adhikari

পেট্রল ও ডিজেলের উপর থেকে শুল্ক কমানোর দাবি তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামল বিজেপি ৷ দলীয় কর্মসূচি থেকে বিজেপির নেতারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন ৷

bjp wb president sukanta majumder slams mamata banerjee on petrol diesel issue
BJP : বাংলা কি পিছিয়ে থাকবে, জ্বালানি শুল্ক কমানো নিয়ে সুকান্তর নিশানায় মমতা

By

Published : Nov 8, 2021, 7:31 PM IST

কলকাতা, 8 নভেম্বর : পেট্রোপণ্যে শুল্ক কমানোর দাবি তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামল বিজেপি ৷ সোমবার দলীয় কর্মসূচি থেকে দলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার প্রশ্ন তোলেন, কেন্দ্রের মোদির সরকার পেট্রোপণ্যে কর কমিয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী করেছে ?

তাঁর বক্তব্য, ‘‘আপনি তো মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন । এখন প্রধানমন্ত্রী তাঁর কাজ করেছেন আর দিদি আপনি কী করেছেন ? বাংলা কি পিছিয়ে থাকবে ? যে বাংলা একসময় এগিয়ে থাকত, সেই বাংলাকে এখন পিছন থেকে দেখতে হচ্ছে সামনে কারা রয়েছে ৷ দিদি আপনাকে শুল্ক কমাতে হবে ।’’

আরও পড়ুন :Suvendu Adhikari : অনুদানের টাকায় কী করেছে ক্লাবগুলি, ক্য়াগ অডিটের দাবি শুভেন্দুর

এদিন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘আপনি রাজ্যের মানুষকে গরিব করে রেখেছেন । তাই কেন্দ্র রেশন বন্ধ করতেই আপনার সাংসদরা হা হা করে উঠেছে ৷ অন্য কোনও রাজ্যে এই জিনিস হয়নি ৷ বাংলার মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে তার জন্য বেশি দামে পেট্রল-ডিজেল কিনতে হবে, এমন তো কথা ছিল না ৷’’ একইসঙ্গে মমতার সরকারকে তাঁর হুঁশিয়ারি, ‘‘আমরা চুপ করে বসে থাকব না ।’’

তাঁর দাবি, লকডাউনে এত কষ্টের মধ্যেও মোদির সঙ্গে দেশের মানুষ রয়েছেন । দেশে 70 ভাগ মানুষ মোদির সঙ্গে রয়েছেন ৷ এর পর মমতাকে বিঁধে তাঁর মন্তব্য, ‘‘দিদি তো বলেছিলেন আজীবন রেশন দেব ৷ এখন মোদিজি বলছেন, সংকট কেটে গিয়েছে মানুষের হাতে পয়সা এসে গিয়েছে, তাই বিনামূল্যে রেশনের প্রয়োজন নেই ৷ তাহলে কেন দিদির ভাইয়েরা চিঠি লিখছেন ?’’ তাঁর দাবি, এ রাজ্যে এতদিন কেন্দ্রের টাকাতেই বিনামূল্যে রেশন দেওয়া হত ৷ সেটা এবার প্রমাণিত হয়ে গেল ৷

আরও পড়ুন :Dilip Ghosh : তথাগতর পাল্টায় রামকৃষ্ণ-রবীন্দ্রনাথের উদাহরণ টেনে ফের বিতর্কে দিলীপ

অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আজ এখানে কলকাতা পুলিশ শুধু নয়, রাজ্য পুলিশও চলে এসেছে ৷ 200-300 মিটার এলাকা ঘিরে ফেলা হয়েছে ৷ শুনে রাখুন বিজেপিকে যত মারবেন, বিজেপি তত বাড়বে । মুখ্যমন্ত্রী আপনি নিদ্রা ভাঙান ৷ সাধারণ মানুষকে যে আশ্বাস দিয়েছেন, তা রাখুন ৷ কেন্দ্রের মতো শুল্ক কমিয়ে রাজ্যের মানুষের সমস্যার সুরাহা করুন ।’’

শুভেন্দুর কথায়, ‘‘প্রধানমন্ত্রী দীপাবলির এত বড় উপহার দিয়েছেন এর আগে সরকার হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, সেই টাকা শোধ করতে হবে ৷ প্রধানমন্ত্রী চান আত্মনির্ভর ভারত ৷ আর আমাদের মুখ্যমন্ত্রী চান নির্ভরশীল বাংলা ৷ তাঁর কাজই হল ভাতা-ভিক্ষা-ভর্তুকি ।’’

আরও পড়ুন :BJP Agitation : পেট্রোপণ্যের উপর ভ্যাট কমানোর দাবিতে বিধানসভায় বিজেপির বিক্ষোভ

তিনি আরও বলেন, ‘‘এই মুখ্যমন্ত্রী সিলিন্ডার নিয়ে মিছিল করেছেন ৷ কেন্দ্র শুল্ক কমিয়েছে ৷ দেশের 22 রাজ্য শুল্ক কমিয়ে দেওয়ার পর বাংলার মেয়ে এখনও ঘুমচ্ছেন ৷’’

ABOUT THE AUTHOR

...view details