কলকাতা, 30 এপ্রিল : এর আগে বেশ কয়েকবার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসুর অপসারণের দাবি তোলে BJP । মুকুল রায় থেকে শুরু করে জয়প্রকাশ মজুমদার, বারবার আক্রমণ শানিয়েছেন CEO-র দপ্তরে এসে । আজকের অভিযোগের পর বিষয়টি আরও উচ্চগ্রামে নিয়ে গেলেন মুকুল । দাবি করলেন, ডিসিপ্লিনারি অ্যাকশনের । তাঁর অভিযোগ, অতিরিক্ত মুখ্য আধিকারিক সঞ্জয় বসু মমতার অঙ্গুলিহেলনেই চলছেন ।
রীতিমতো আক্রমণাত্মক মেজাজে আজ বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক, বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাবের সাথে দেখা করে BJP-র প্রতিনিধি দল । দলে ছিলেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, জয়প্রকাশ মজুমদার এবং শিশির বাজোরিয়া । সূত্রের খবর, মূলত গোটা বীরভূম জেলা এবং আসানসোল লোকসভার অন্তর্গত বারাবনি ও পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার সবকটি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে BJP । তাঁদের অভিযোগ, সেখানে নির্বাচনের নামে প্রহসন হয়েছে । যদিও, বৈঠকের পর সেকথা স্বীকার করেননি মুকুল রায় । তিনি আরও বলেন, "তৃণমূল এখন CPI(M)-এর কায়দায় ভোট করাচ্ছে । একটা লোকসভা কেন্দ্রে যদি সাতটি বিধানসভা থাকে, তার মধ্যে পাঁচটি ছেড়ে দিচ্ছে অবাধ নির্বাচনের জন্য আর দু'টিতে চালাচ্ছে সন্ত্রাস । এই স্ট্র্যাটিজিতেই ওই পাঁচটি বিধানসভার ভোট যদি উনিশ বিশও হয় বাকি দুটিতে জয়ের রাস্তা তৈরি করে নেওয়া হচ্ছে ।"