পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

President Election 2022: আদিবাসী উত্তরীয় পরে ভোটদান ! বিজেপির বিরুদ্ধে কমিশনে নালিশ চন্দ্রিমার - রাষ্ট্রপতি নির্বাচন 2022

রাষ্ট্রপতি নির্বাচনে (President Election 2022) বিধিভঙ্গের অভিযোগ উঠল বিজেপি বিধায়কদের বিরুদ্ধে ৷ তাঁরা আদিবাসী উত্তরীয় পরে ভোটদান করায় কমিশনে নালিশ জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য (President Election 2022)৷

BJP violates rules in Presidential Election, alleges Chandrima Bhattacharya
আদিবাসী উত্তরীয় পরে ভোটদান ! বিজেপির বিরুদ্ধে কমিশনে নালিশ চন্দ্রিমার

By

Published : Jul 18, 2022, 2:29 PM IST

Updated : Jul 18, 2022, 2:56 PM IST

কলকাতা, 18 জুলাই:রাষ্ট্রপতি নির্বাচন প্রভাবিত করার চেষ্টা হচ্ছে (President Election 2022)৷ সোমবার এমনই অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।

এ দিন সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় বিজেপি বিধায়কদের (BJP violates rules in Presidential Election)৷ তাঁদের অধিকাংশের গলাতেই ছিল হলুদ রঙের বিশেষ উত্তরীয় । বিশেষ শব্দটি এই কারণেই বলা হচ্ছে, কারণ এই বিশেষ উত্তরীয়কে বলা হয় পাঞ্জি । তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই বিশেষ উত্তরীয় দেখিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে । যে কোনও নির্বাচনে অবশ্যই প্রতীক থাকে, তবে ভোটের লাইনে কখনওই বিশেষ প্রতীক নিয়ে লাইনে দাঁড়ানো যায় না । আর এমনটা করে নির্বাচনী বিধিভঙ্গ করেছে বিজেপি । এ দিন এই বিষয় নিয়ে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস ।

এ প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "আমরা ভোট দিতে গিয়ে দেখেছি ভোটের লাইনে দাঁড়িয়ে আদিবাসীদের ট্র্যাডিশনাল উত্তরীয় পরে রয়েছেন বিজেপি বিধায়করা । একই ভাবে দ্রৌপদী মুর্মুর পোলিং এজেন্টের গলাতেও একই ধরনের উত্তরীয় রয়েছে । আমরা এই নিয়ে সিইও-র কাছে অভিযোগ জানিয়েছি । কোনও নির্বাচনের লাইনে এ ভাবে দাঁড়ানো যায় না । এটা সংসদীয় রীতি নীতির পরিপন্থী ।"

অন্যদিকে, রাজ্যের অপর মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, "রাষ্ট্রপতি নির্বাচনের মতো একটা গুরুত্বপূর্ণ ভোটে এমন ঘটনা অভাবনীয় । আমরা দেখতে চাই এই অভিযোগের ভিত্তিতে কী ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন ।"

আরও পড়ুন:রাষ্ট্রপতি নির্বাচনে ‘ক্রস-ভোটিং’ ও ‘রিসর্ট পলিটিক্স’ বিতর্কের ছোঁয়া রাজ্য বিধানসভায়

তবে বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, "তৃণমূল সমর্থিত প্রার্থীর হার সুনিশ্চিত বুঝতে পেরেই এ ধরনের অভিযোগ করছে তৃণমূল । অথচ তৃণমূল কংগ্রেস নিজেই কোনও নিয়ম মানছে না । রাষ্ট্রপতি নির্বাচনের দিন 15টি গাড়ির সাঁজোয়া কনভয় নিয়ে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।"

Last Updated : Jul 18, 2022, 2:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details