কলকাতা, 18 জুলাই:রাষ্ট্রপতি নির্বাচন প্রভাবিত করার চেষ্টা হচ্ছে (President Election 2022)৷ সোমবার এমনই অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।
এ দিন সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় বিজেপি বিধায়কদের (BJP violates rules in Presidential Election)৷ তাঁদের অধিকাংশের গলাতেই ছিল হলুদ রঙের বিশেষ উত্তরীয় । বিশেষ শব্দটি এই কারণেই বলা হচ্ছে, কারণ এই বিশেষ উত্তরীয়কে বলা হয় পাঞ্জি । তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই বিশেষ উত্তরীয় দেখিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে । যে কোনও নির্বাচনে অবশ্যই প্রতীক থাকে, তবে ভোটের লাইনে কখনওই বিশেষ প্রতীক নিয়ে লাইনে দাঁড়ানো যায় না । আর এমনটা করে নির্বাচনী বিধিভঙ্গ করেছে বিজেপি । এ দিন এই বিষয় নিয়ে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস ।
এ প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "আমরা ভোট দিতে গিয়ে দেখেছি ভোটের লাইনে দাঁড়িয়ে আদিবাসীদের ট্র্যাডিশনাল উত্তরীয় পরে রয়েছেন বিজেপি বিধায়করা । একই ভাবে দ্রৌপদী মুর্মুর পোলিং এজেন্টের গলাতেও একই ধরনের উত্তরীয় রয়েছে । আমরা এই নিয়ে সিইও-র কাছে অভিযোগ জানিয়েছি । কোনও নির্বাচনের লাইনে এ ভাবে দাঁড়ানো যায় না । এটা সংসদীয় রীতি নীতির পরিপন্থী ।"