পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bhabanipur Bye-Election: ভবানীপুরের উপনির্বাচন স্থগিত করার দাবি দিলীপ ঘোষের - বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ

ভবানীপুরে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে উপনির্বাচন স্থগিত করার দাবি জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ ভবানীপুরে তাঁর এবং অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভের ঘটনার পরেই নির্বাচন বন্ধ করার দাবি তুলেছেন দিলীপ ৷

BJP Vice President Dilip Ghosh demanded postponement of Bhabanipur by-election
ভবানীপুরের উপনির্বাচন স্থগিত করার দাবিতে সরব দিলীপ ঘোষ

By

Published : Sep 27, 2021, 7:28 PM IST

Updated : Sep 28, 2021, 6:16 AM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর : ভবানীপুর বিধানসভা উপনির্বাচন স্থগিত করার দাবি জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ নিউটাউনের বাড়িতে সাংবাদিক বৈঠক করে এই দাবি জানান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ৷ তাঁর অভিযোগ, ভবানীপুরে আইনশৃঙ্খলা বলে কিছুই নেই ৷ সেখানে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন কখনই সম্ভব নয় বলে জানান দিলীপ ৷ এনিয়ে রাজ্য নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছে বিজেপি নেতৃত্ব ৷

পাশাপাশি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন স্থগিত করার দাবি জানিয়ে আগামিকাল দিল্লিতে ভারতের নির্বাচন কমিশনে অভিযোগ করবে বিজেপির একটি প্রতিনিধিদল ৷ এদিন দিলীপ ঘোষ বলেন, ‘‘রাজ্য প্রশাসনকে নির্বাচনের জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে ৷ আর যেদিন তা হবে, সেইদিন রাজ্যে নির্বাচন করা হবে ৷’’ তাঁর কথায়, নির্বাচনের নামে প্রহসন করছে শাসকদল ৷ দিলীপ ঘোষ বলেন, ‘‘আমি এবং অর্জুন সিং আজ যেভাবে ভবানীপুরে গন্ডগোলের সম্মুখীন হলাম, তাও ভবানীপুরের মতো জায়গায় ৷ যেখানে মুখ্যমন্ত্রী লড়াই করছেন ৷ সেখানে যদি আইনশৃঙ্খলার এই অবস্থা হয়, তাহলে বাকি রাজ্যের কী অবস্থা হতে পারে ৷’’

আরও পড়ুন : Dilip Ghosh : ভবানীপুরে দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় কমিশনে রিপোর্ট জমা দিল রাজ্য

এ দিন দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন, তাঁরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছেন না ৷ আর বিরোধীরা যদি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে না পারে, তাহলে এই নির্বাচনের কোনও অর্থ থাকে না ৷ আজকের ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পরেও কোনও সুরক্ষা নেই বলে অভিযোগ করেছেন দিলীপ ৷ পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গায়ের জোরে ভোট জেতার অভিযোগ করেছেন তিনি ৷ দিলীপ ঘোষ অভিযোগ করেন, ‘‘গুন্ডা দিয়ে প্রচার বন্ধ করার চেষ্টা করা হচ্ছে ৷ আর সাধারণ মানুষ এর জেরে ভয়ে রয়েছেন ৷ তাঁরা বিজেপিকে ভোট দিতে চাইলেও, ভয়ে বাড়ি থেকে না বেরতে পারলে ভোট কীভাবে দেবেন ?’’

আরও পড়ুন : JP Nadda : মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধে উদাসীন বঙ্গ-সরকার, অভিযোগ নাড্ডার

Last Updated : Sep 28, 2021, 6:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details