কলকাতা, 8 জুলাই : এ বার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী বাংলা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবিতে রাজ্য বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিচ্ছে বিজেপি । শুধু তাই নয়, এই দাবিতে রাজ্যজুড়ে গণস্বাক্ষর অভিযানও শুরু করা হচ্ছে ।
ঐতিহাসিক সিঙ্গুর আন্দোলন করে 34 বছরের বাম সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সুপ্রিম কোর্টে সিঙ্গুর মামলায় বিপুল জয়ের পর, তাঁর নেতৃত্বাধীন তৃণমূলের সরকার সিঙ্গুর জমি আন্দোলনকে পাঠ্যসূচির অন্তর্গত করেছে । সেই নজির টেনে এ বার বিজেপির দাবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনীও পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে ।
6 জুলাই ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে বিধানসভার ভিতরেও এ বার ধূমধাম করে তাঁর জন্মবার্ষিকী পালন করা হয় । বিজেপি সূত্রে খবর, সেখানে বিজেপির নব-নিযুক্ত বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বৈঠক করেন । এই বৈঠকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান নিয়ে আলোচনা হয় । সর্বসম্মতিতে পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনীকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব পেশ হয় ।
আরও পড়ুন:সকালে বান্ধবীর ফেসবুক শুভেচ্ছা, বেলায় বউয়ের নতুন শাড়ি, 57-র কাননালয়ে শুধুই ভালবাসা
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে । তিনি প্রথমে বিধানসভার অধ্যক্ষকে চিঠি দেবেন । এর পর বিধানসভায় এই বিষয়ে আলোচনার জন্য অধ্যক্ষের কাছে সময় চাওয়া হবে ৷ রাজ্য সরকারের উপরে এই ইস্যুতে চাপ বাড়াতে আগামী দিনে রাজ্যজুড়ে জনমত তৈরি করা হবে বলে ঠিক হয় ।