কলকাতা, 19 অগস্ট : একুশের বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) বিশেষ সার্ভে টিম বাংলায় নির্বাচনে বাজিমাত করেছে । এবার প্রশান্ত কিশোরের সেই সার্ভে টিমের আদলে নিজের সার্ভে টিম তৈরি করে একই মডেলে রাজ্যজুড়ে প্রচার এবং জনসংযোগের কাজ করবে বিজেপি । পশ্চিমবঙ্গে দলের সদ্যসদের মধ্যে থেকে ইন্টারভিউ করে সার্ভে টিমের সদস্য বাছাই করবে বিজেপির সর্বভারতীয় আইটি সেল । তারপর কাজে নামানোর আগে হবে তাঁদের বিশেষ প্রশিক্ষণ ।
বিজেপি সূত্রে খবর, বিজেপির 39টি সাংগঠনিক জেলাতেই এই সার্ভে টিম তৈরি হচ্ছে । 2024 সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই টিম তৈরি করা হচ্ছে । প্রতিটি বুথস্তরেই এই টিম তৈরি করা হবে । প্রথমিক পর্যায়ে 20টি লোকসভা কেন্দ্রে এই সার্ভে টিম তৈরি হবে । ধাপে ধাপে 42টি লোকসভা কেন্দ্রে এই টিম তৈরি হবে বলে বিজেপি সূত্রে খবর ।
এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ইটিভি ভারতকে জানান যে তাঁদের দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই সার্ভে টিম তৈরি করা হচ্ছে । বলেন, "বিজেপির কর্মীদের মধ্যে থেকেই এই সার্ভে টিমে নিয়োগ করা হচ্ছে । ইতিমধ্যেই 10টি লোকসভায় সার্ভে টিম নিয়োগ করা হচ্ছে । তারা কাজও শুরু করেছে । বুথে বুথে ঘুরে তথ্য সংগহ করে তা আমরা দিল্লিতে পাঠাব । এরপর কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব ৷"