কলকাতা, 8 জুলাই : ক্রমাগত দলবিরোধী বক্তব্য প্রকাশ্যে পেশ করা বা সামাজিক মাধ্যমে দলবিরোধী মন্তব্য পোস্ট করা নেতা নেত্রীদের বিরুদ্ধে এ বার কঠোর হওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি (BJP)। শুরুটা বোধহয় হতে চলেছে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ও সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) দিয়ে । খুব শিগগিই রাজীব বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত দলবিরোধী মন্তব্য করা এবং সামাজিক মাধ্যমে দলবিরোধী পোস্ট করার জন্য শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি নেতৃত্ব । দলের শৃঙ্খলা রক্ষা কমিটি ইতিমধ্যেই শোকজ করেছে সব্যসাচীকে ৷
শৃঙ্খলা রক্ষা কমিটি রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত ছাড়াও আর যে সব বিজেপি নেতা নেত্রীর বিরুদ্ধে এই একই অবস্থান নেওয়ার কথা ভাবছে তাঁরা হলেন, সাংসদ সুনীল মণ্ডল, দীপেন্দু বিশ্বাস ও সোনালী গুহ । এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, দলবিরোধী মন্তব্যের জন্য 15 দিনের মধ্যেই কড়া ব্যবস্থা নেওয়া হবে । তাঁর কথায়, "যাঁরা যাঁরা প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করছেন, তাঁরা সেটা ঠিক করছেন না । দল এ বার কড়া সিদ্ধান্ত নিতে চলেছে । খুব শিগগিরই দল এই সমস্ত নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ৷"
আরও পড়ুন:ডাক্তার-ইঞ্জিনিয়ার-প্রাক্তন আইএএস, 36 উচ্চশিক্ষিত পেশাদারে আলোকিত মোদির নয়া মন্ত্রিসভা
সূত্রের খবর, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতোই আগে অনেকবার বোঝানো সত্ত্বেও দলবিরোধী মন্তব্য বা পোস্ট করা থেকে বিরত হননি সব্যসাচী দত্ত । তাই এ বার তাঁকে শোকজ করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব । 7 দিনের মধ্যে যদি কোনও জবাব না আসে, তাহলে তাঁকে বিজেপি থেকে বহিস্কার করা হতে পারে বলে খবর । একই রকম ভাবে রাজীব বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে কড়া বার্তা দিতে পারে দল । রাজীবকে দল থেকে বহিস্কার করা হলে অন্যদের কাছেও কড়া বার্তা পৌঁছবে বলে মনে করছে দল ।