কলকাতা, 3 জুন : জয়শ্রীরাম স্লোগান দেওয়ায় BJP কর্মীকে মারধরের অভিযোগ । পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুরের ঘটনা । অভিযুক্ত তৃণমূল ।
কাউন্সিলরের সামনে "জয়শ্রীরাম" স্লোগান, মারধর ক্ষুব্ধ তৃণমূল যুবনেতার - TMC
109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গাড়ি করে যাওয়ার সময় জয়শ্রীরাম স্লোগান দেয় BJP সমর্থক । তারপরে তৃণমূলের এক যুবনেতা ও তাঁর দলবল এসে ওই BJP সমর্থককে মারধর করে ।
![কাউন্সিলরের সামনে "জয়শ্রীরাম" স্লোগান, মারধর ক্ষুব্ধ তৃণমূল যুবনেতার](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3454629-thumbnail-3x2-pp.jpg)
গতকাল 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জি গাড়ি করে মুকুন্দপুরে যাচ্ছিলেন । সেই সময় প্রবীর মণ্ডল নামে এক BJP সমর্থক জয়শ্রীরাম স্লোগান দেন । অভিযোগ, কাউন্সিলর কিছু না বললেও কিছুক্ষণ পর ওই ওয়ার্ডের যুবনেতা পিনাকী ও তাঁর দলবল এসে প্রবীরকে বেধড়ক মারধর করে । খবর পেয়ে ঘটনাস্থানে যান দক্ষিণ কলকাতার BJP-র যুবমোর্চা সভাপতি মানস ভট্টাচার্য । রাতেই 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুবনেতা পিনাকী ও তাঁর দলবলের বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় FIR দায়ের করা হয় ।
যদিও পিনাকী তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন । 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে বারবার ফোন করলেও তিনি কোনও জবাব দেননি । অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে স্থানীয় BJP নেতৃত্ব । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।