কলকাতা, 23 মার্চ : তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC National Secretary Abhishek Banerjee) উপস্থিতিতে মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন (Mukul Roy Rejoins TMC) । তার একাধিক প্রামাণ্য নথি আদালতে তুলে ধরলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের আইনজীবীরা (BJP submits Evidence to Calcutta High Court on Mukul Roy TMC Rejoining Issue) ৷ মুকুল রায় আদালতে হলফনামা দিয়ে জানিয়েছেন যে তিনি বিজেপিতেই আছেন ৷ কিন্তু ওই বিজেপি বিধায়কের তরফে সওয়ালকারী আইনজীবী এস বৈদ্যনাথন ও বিল্বদল ভট্টাচার্য আদালতে দাবি করেছেন, হলফনামা দিয়ে যে বক্তব্য জানিয়েছেন মুকুল রায়, তা সম্পূর্ণ মিথ্যা ৷
ওই আইনজীবীরা আদালতে জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিততে মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশু রায় তৃণমূল কংগ্রেসে যোগাদান করেছিলেন । মুকুল রায় যে টুইটার হ্যান্ডেল ব্যবহার করতেন, সেখানেও প্রমাণ রয়েছে । এবং তাঁকে তৃণমূল পরিবারে তাঁকে স্বাগত জানানো হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসাবে, সেটাও মুকুল রায়ের টুইটারে রয়েছে ।
অন্যদিকে মুকুল রায়ের তরফে আইনজীবী কিশোর দত্ত বলেন, "এই মামলা জনস্বার্থ মামলা হিসাবে বিবেচিত হতে পারে না । অম্বিকা রায় একজন বিজেপির বিধায়ক । তিনি বিধানসভার অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, সেখানে অধ্যক্ষ তাঁকে একটা নির্দেশ দিয়েছেন । এই বিষয়ে যদি কোনও আপত্তি থাকে, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার । কোনও ভাবেই জনস্বার্থ হতে পারে না । প্রথমে তাঁর সিঙ্গেল বেঞ্চে মামলা করা উচিত ছিল । সিঙ্গেল বেঞ্চ মামলা শোনার পর যদি মনে করে এতে কোনও জনস্বার্থ জড়িত রয়েছে, তাহলে ডিভিশন বেঞ্চে মামলা পাঠাতে পারে ।’’