কলকাতা, 23 সেপ্টেম্বর : বোরখা পরে ভোট দিতে গেলে বুথের বাইরেই পরিচয়পত্রের সঙ্গে সংশ্লিষ্ট মানুষটিকে যাচাই করে দেখে নিতে হবে ৷ বৃহস্পতিবার এমনই দাবি তুলেছে ভারতীয় জনতা পার্টি ৷ আর দাবি তুলেই তারা থেমে যায়নি ৷ বরং এই নিয়ে সরাসরি পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনেও ৷
আগামী 30 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ করা হবে তিন কেন্দ্রে ৷ এর মধ্যে ভবানীপুরে উপনির্বাচন ৷ আর মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে নির্বাচন ৷ সেই নিয়ে এদিন বিজেপির তরফে নির্বাচন কমিশনে একাধিক দাবি পেশ করা হয়েছে ৷
আরও পড়ুন :Mamata Banerjee : জাতীয় ইস্যু নিয়ে সরব তৃণমূল নেত্রী, ভবানীপুর থেকেই ভারত জয়ের বার্তা মমতার
তার মধ্যে অন্যতম হল প্রত্যেক ভোটারের পরিচয়পত্র যাচাই করে তবেই বুথে প্রবেশ করতে দিতে হবে ৷ এমনকী, বোরখা পরে থাকলেও এই নিয়ম যাতে মানা হয়, সেই দাবি তুলেছে বিজেপি ৷ তাছাড়া প্রতিটি বুথে মহিলা সিআরপিএফ জওয়ানও মোতায়েন করার দাবি জানিয়েছে বিজেপি ৷
তাছাড়া তাদের দাবি, ভোট চলাকালীন বুথে 5 জনের বেশি কাউকে রাখা যাবে না ৷ সেই পাঁচজনের মধ্যে একজন ভোটার ৷ আর চারজন ভোটগ্রহণকারী আধিকারিক থাকতে পারবেন ৷