কলকাতা, 20 নভেম্বর :তথাগত রায়ের টুইটে (Tathagata Roy tweet) বেজায় বিপাকে পড়েছেন বিজেপি নেতারা ৷ শনিবার সকালে একটি টুইট করেন তথাগত ৷ তাতে তিনি রাজ্যের আসন্ন পৌরভোটের ফলাফল নিয়ে একটা আভাস দিয়েছেন বলা যায় ৷ তথাগত জানিয়েছেন, তিনি পৌরভোটের ফল জানার জন্য অপেক্ষা করবেন ৷ তবে তাঁর টুইটের বয়ান পড়লে মনে হতেই পারে, পৌরভোটে বিজেপি ভালো ফল করবে, এমনটা অন্তত ভাবছেন না তিনি ৷ একইসঙ্গে, টুইটের শেষ বাক্যে পশ্চিমবঙ্গ বিজেপিকে আপাতত বিদায় জানিয়েছেন তথাগত ৷ তবে কি বিজেপি ছাড়ছেন এই পোড় খাওয়া রাজনীতিক ? উত্তর অধরা ৷ মুখে কুলুপ এঁটেছেন তথাগত নিজে ৷ আর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দলের অন্য নেতাদের ৷
আরও পড়ুন :Tathagata-Kunal : টুইট যুদ্ধে গরম শনির সকাল, মুখোমুখি তথাগত-কুণাল
শনিবার এই বিষয়েই প্রশ্ন করা হয় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুদারকে (Sukanta Majumdar on Tathagata Roy tweet) ৷ দৃশ্যতই অস্বস্তিতে পড়ে যান তিনি ৷ সুকান্তর সাফাই, তথাগত যা লিখেছেন সেটা তাঁর ব্যক্তিগত বিষয় ৷ তিনি দলের প্রবীণ নেতা হলেও কোনও পদাধিকারী নন ৷ তাই তাঁর ‘বিদায়’ মন্তব্যে পাল্টা কোনও মন্তব্য করতে রাজিই হননি সুকান্ত ৷ কিন্তু, তথাগত তো আসন্ন পৌরনির্বাচন নিয়েও একটা আভাস দেওয়ার চেষ্টা করেছেন ৷ আর তাঁর অনুমান বিজেপির পক্ষে খুব একটা সন্তোষজনক নয় ৷ তাহলে কি তা নিয়েও কিছু বলার নেই দলের রাজ্য সভাপতির ? সুকান্ত অবশ্য পৌরনির্বাচন নিয়ে তথাগতর অবস্থানের সঙ্গে সহমত হতে পারেননি ৷ তাঁর বিশ্বাস, আসন্ন পৌরনির্বাচনে তাঁদের দল খুব ভালো ফল করবে ৷