পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভোটের পর মঙ্গলে বিজেপির প্রথম রাজ্য কমিটির বৈঠক - বৈঠক

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর বাংলায় বিজেপি রাজ্য় কমিটির প্রথম বৈঠক ৷ মঙ্গলবার সকালে হেস্টিংসের নির্বাচনী কার্যালয়ে হবে এই বৈঠক ৷ বৈঠকে আগামী দিনে দল পরিচালনা নিয়ে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়ার সম্ভবনা রয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের ৷

BJP state committee meeting at hestings office on tuesday
ভোটের পর মঙ্গলে বিজেপির প্রথম রাজ্য কমিটির বৈঠক হেস্টিংসে

By

Published : Jun 7, 2021, 7:10 PM IST

কলকাতা, 7 জুন : একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দলের ভরাডুবির পর মঙ্গলবার সকালে হেস্টিংসের নির্বাচনী কার্যালয়ে বিজেপির প্রথম রাজ্য কমিটির বৈঠক হবে ৷ এই বৈঠকে আগামী দিনে দল পরিচালনায় একাধিক বড় সিদ্ধান্ত নেওয়ার সম্ভবনা রয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের ৷

সূত্রের খবর, মূলত বিধানসভা নির্বাচনে হারের পর্যালোচনা করতে এই বৈঠক ৷ অন্যান্য় ইস্য়ু আলোচনায় থাকলেও এই বিষয়টিকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে ৷

প্রথমত, নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত বিজেপির হাজার হাজার কর্মী ঘর-ছাড়া ৷ তাঁদের কীভাবে ঘরে ফেরাবে দল ? এই বিষয়টি নিয়ে বেশ কিছু পদক্ষপ করা হতে পারে ৷ এই বিষয়ে দলের সমস্ত বিধায়ক ও সাংসদদের দায়িত্ব দেওয়া হতে পারে ৷

দ্বিতীয়ত, আগামী দিনে সরকারবিরোধী বিভিন্ন ইস্য়ুতে দল কীভাবে রাস্তায় নামবে ? সেই বিষয়ে বিজেপির সমস্ত রাজ্য কমিটির সদস্যদের মতামত নেওয়া হবে ৷ বিধানসভা ও বিধানসভার বাইরে বিজেপি কীভাবে আন্দোলনের ঘুঁটি সাজাবে,সেই বিষয়েও নীল নকশা তৈরি করা হবে বৈঠকে ৷

তৃতীয়ত, বিজেপির বুথস্তরের কর্মীদের উপর তৃণমূল যে আক্রমণ শুরু করছে, তাতে আগামী নির্বাচনে এই সমস্ত কর্মীদের কীভাবে সক্রিয় রাখা যাবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বৈঠক হবে ৷ বিজেপির পাঁচজন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতিময় সিং মাহাত, রথীন বসু এবং সঞ্জয় সিং বৈঠকে উপস্থিত থাকবেন ৷ তেমনই বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদকেও এই বৈঠকে ডাকা হচ্ছে ৷ পাশাপাশি, বিজেপির রাজ্য কমিটির সকল সদস্যকেই মঙ্গলবারের এই বৈঠকে ডাকা হয়েছে ৷

সংশ্লিষ্ট সূত্রের দাবি, মঙ্গলবার দলের সবস্তরের সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে বৈঠক করবে বিজেপি ৷ মূলত রাজ্যের ভোট পরবর্তী পরিস্থিতিতে কোন পথে এগোবে দল, ব্যর্থতার জ্বালা ভুলিয়ে কীভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব, এসব নিয়েই আলোচনা হবে ওই বৈঠকে ৷ তবে, গেরুয়া শিবিরের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, সাংগঠনিক রদবদলের সম্ভাবনাও রয়েছে বৈঠকে ৷

প্রশ্ন উঠছে এবার কি তবে গেরুয়া শিবিরেও সাংগঠনিক রদবদল আসন্ন ? মঙ্গলবার (8 জুন) বিজেপির সাংগঠনিক বৈঠক ঘিরে সেই জল্পনা তৈরি হয়েছে ৷ মঙ্গলবারের বৈঠক মূলত রণকৌশল সাজানোর বৈঠক ৷ আগামী দিনে দল কোন পথে এগোবে ? বিধানসভা নির্বাচনে হারের পর দলে ভাঙনের যে সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা কীভাবে আটকানো যাবে ? সেসব নির্ধারণের জন্যই এই সাংগঠনিক বৈঠক ৷ সূত্রের খবর, এদিনের বৈঠকে দলের ভাঙন রোধ করাও অন্যতম আলোচ্য বিষয় হবে ৷

আরও পড়ুন :বিজেপি নেতৃত্বের কাজে ক্ষুব্ধ আরএসএসের রাজ্য শাখা, নালিশ ভাগবতকে

অন্যদিকে, বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে আগামী রবিবার, 13 জুন দিল্লিতে বৈঠকে বসছে বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ ওই বৈঠকে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বঙ্গে দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীও ওই বৈঠকে উপস্থিত থাকবেন ৷ বিজেপির অন্দরে অনেক দিন ধরেই জল্পনা শোনা যাচ্ছে, দল নতুন করে বাংলার জন্য পর্যবেক্ষক নিয়োগ করতে পারে ৷ এছাড়াও রাজ্যস্তরের নেতৃত্ব বদল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details