কলকাতা,1জুলাই : দিলীপ ঘোষের উপর হামলারপ্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভBJP-র ৷ পশ্চিম বর্ধমান জেলাBJP -র পক্ষ থেকে রানিগঞ্জে পথ অবরোধ করেবিক্ষোভ দেখান হয় ৷ রানিগঞ্জের দুনম্বর জাতীয় সড়কের জে কে নগর মোড়ে পথ অবরোধকরে বিক্ষোভ দেখায়BJP।BJP-র পথ অবরোধের জেরে ব্যাপক উত্তেজনাছড়ায় রানিগঞ্জে । পরে জামুরিয়া থানার পুলিশ পৌঁছেBJP-র কর্মী-সমর্থকদের জাতীয় সড়ক থেকেসরিয়ে দেয় ।এর ফলেBJP-রকর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা বেধে যায় ।BJP-র রানিগঞ্জের গ্রামীন ব্লক সভাপতিসন্দীপ গোপ বলেন " তৃণমূলের গুন্ডা বাহিনীরাBJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলাচালিয়েছে । এই ঘটনার প্রতিবাদে আজ দু'নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভদেখান হয় ৷
অন্যদিকেদক্ষিণ24পরগনাজেলাজুড়ে বিক্ষোভ মিছিল করলBJPনেতৃত্ব। এদিন দক্ষিণ24পরগনা জেলাBJP-র পক্ষ থেকে আমতলা,ডায়মন্ডহারবার,নামখানা,কাকদ্বীপ,বারুইপুর,ক্যানিং ও ঝড়খালি সহ একাধিক জায়গায়BJP-রনেতা-কর্মীরা বিক্ষোভ দেখায়। রাস্তাতে তৃণমূল বিরোধী স্লোগান দিয়ে মিছিল করে।দক্ষিণ24পরগনারডায়মন্ডহারবারের সাংগঠনিক জেলাBJP-র সহ-সভাপতি সুফল ঘাঁটুর নেতৃত্বে সিংহি-র মোড়BJP-র দলীয় কার্যালয় থেকে117নম্বর জাতীয় সড়ক আমতলাCTCবাস স্ট্যান্ড পর্যন্ত চলে এই বিক্ষোভমিছিল।
বালুরঘাটহিলি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল দক্ষিণ দিনাজপুরBJP।এদিনের অবরোধ কর্মসূচিতে হাজির ছিলেনBJP-র জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ,প্রাক্তন সভাপতি শুভেন্দু সরকার,রাজ্য কমিটির সদস্য নীলাঞ্জনা রায়, BJP-র সাধারণ সম্পাদক বাপি সরকার,যুব মোর্চার জেলা সভাপতি অভিষেকসেনগুপ্ত সহ অন্যান্য নেতৃত্বরা। প্রায় আধা ঘণ্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভদেখায়BJP-রকর্মী-সমর্থকেরা। এ দিকে খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ। পুলিশিহস্তক্ষেপে আধ ঘণ্টা পর পথ অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
কোচবিহারেওপথ অবরোধBJP-র।বুধবার দুপুর12টাথেকে ঘুঘুমারি চৌপথিতে এই অবরোধ শুরু হয়। ঘণ্টা দেড়েক পর অবরোধ ওঠে। কোচবিহারেওলাগাতারBJP-রউপর হামলা চালছে বলেও স্থানীয় নেতারা অভিযোগ করে ।
রাজ্যসড়কঅবরোধ করে বাঁকুড়ায়BJP-রবিক্ষোভ ৷ আজ বেলা এগারোটা নাগাদ বাঁকুড়ার ছাতনায় পথ অবরোধ করেBJPকর্মী ও সমর্থকরা। প্রায় আধঘণ্টা ধরেবাঁকুড়া শুশুনিয়া সড়ক অবরোধ করে রাখেন তারা ।BJPনেতা জীবন চক্রবর্তী বলেন,"একটাবিরোধী রাজনৈতিক দলের সভাপতির নিরাপত্তা নেই এ রাজ্যে। এ রাজ্যে শাসকদলের সন্ত্রাসএতটাই বেড়েছে যে এখানে কোনও বিরোধী রাজনীতি করতে গেলেই তৃণমূলের হাতে আক্রান্ত হতেহচ্ছে।" পথ অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে শুশুনিয়াগামী যান চলাচল। পরে ছাতনাথানার পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়।