নয়াদিল্লি, 16 জুলাই : ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কাঠগড়ায় তুলল ভারতীয় জনতা পার্টি ৷ এক্ষেত্রে তাদের হাতিয়ার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জমা দেওয়া জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট ৷ শুক্রবার বিজেপির (BJP) তরফে গৌরব ভাটিয়া সাংবাদিক বৈঠক করে অভিযোগ করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক ব্যবস্থার উপর বিশ্বাস করেন না ৷
গত 2 মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) ফলাফল প্রকাশিত হয়েছে ৷ ডাবল সেঞ্চুরি করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ কিন্তু 2 মে-র রাত থেকেই রাজ্য জুড়ে শাসক দলের হাতে বিরোধী নেতা-কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে বিজেপির অভিযোগ ৷ যদিও তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জানিয়েছেন যে ভোটের পর কোনও রাজনৈতিক হিংসা হয়নি ৷
আরও পড়ুন :Post Poll Violence : কমিশনের রিপোর্টে 'কুখ্যাত অপরাধী'দের তালিকায় জ্যোতিপ্রিয়-উদয়ন-সুফিয়ান
ফলে জল গড়ায় আদালতে ৷ আদালতের নির্দেশে তদন্ত শুরু করে জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission) ৷ গতকাল, বৃহস্পতিবার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়ে কলকাতা হাইকোর্টে ৷ সেখানে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় তোলা হয় ৷ এমনকি, বেশ কয়েকজন তৃণমূল নেতা-মন্ত্রীর নামের আগে ‘দুষ্কৃতী’ শব্দটি বসানো হয় ৷