কলকাতা, 2 জুন : সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যু নিয়ে এবার সরব হলেন বিষ্ণুপুরের সাংসদ বিজেপির সৌমিত্র খাঁ (BJP Saumitra Khan Demand Central Investigation in KK Death Case) ৷ তাঁর দাবি, এই ঘটনায় কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করাতে হবে ৷ আর এই দাবিতে তিনি চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Union Home Minister Amit Shah) ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত সোমবার থেকে কলকাতায় ছিলেন সঙ্গীতশিল্পী কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ ৷ পরপর দু‘দিন নজরুল মঞ্চেই ছিল তাঁর অনুষ্ঠান ৷ গতকাল, মঙ্গলবার অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় (Singer KK Died after a Programme in Kolkata) ৷
এই মৃত্যু নিয়ে ইতিমধ্য়েই বিতর্ক দানা বেঁধেছে ৷ নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ সেখানে গান করতে করতেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ ৷ পরে তা বড় আকার ধারণ করে ৷ সেখান থেকেই এই মর্মান্তিক পরিণতি বলে অভিযোগ ৷