পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Anupam Hazra: বিহারের সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরানো হল অনুপম হাজরাকে - অনুপম হাজরা

বিভিন্ন রাজ্যের পর্যবেক্ষক ও সহ-পর্যবেক্ষক পদে ব্যাপক রদবদল করেছে বিজেপি (BJP) ৷ সেই রদবদলে বিহারের সহ-পর্যবেক্ষক পদ থেকে বাদ পড়েছেন অনুপম হাজরা (Anupam Hazra) ৷

bjp-removes-anupam-hazra-from-bihar-co-observer-post
Anupam Hazra: বিহারের সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরানো হল অনুপম হাজরাকে

By

Published : Sep 10, 2022, 6:39 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : সাংগঠনিক রদবদল করেছে বিজেপি (BJP) ৷ সেই রদবদলে বিহারের সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরানো হয়েছে অনুপম হাজরাকে (Anupam Hazra) । বিজেপির জাতীয় সম্পাদকের দ্বায়িত্ব দেওয়ার পাশাপাশি তাঁকে বিহারের (Bihar) সহ-পর্যবেক্ষক করা হয়েছিল । সেই পদ থেকেই তাঁকে সরানো হল ৷

বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে, বিহারের সহ-পর্যবেক্ষকের দ্বায়িত্ব পেলেও তাঁকে খুব একটা সক্রিয়ভাবে কোনও দিনই পাননি ওই রাজ্যের সংগঠন । পাশাপাশি বারবার সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে সরব হওয়ার অভিযোগ উঠছিল তাঁর বিরুদ্ধে ৷ সেই কারণেই তাঁকে সরানো বলে খবর ৷

প্রসঙ্গত, সম্প্রতি একটি ফেসবুক লাইভ করেন অনুপম হাজরা ৷ সেখানে দাবি করেন, বিজেপি জিতলেও সরকার গড়ে, আবার হারলেও সরকার গড়ে ৷ যা নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি তৈরি হয়েছিল ৷ এছাড়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে প্রকাশ্যেই তিনি সরব হয়েছিলেন দিন কয়েক আগে ৷ তিনি দাবি করেছিলেন, সুকান্ত মজুমদারের কোনও ব্যক্তিত্ব নেই ৷ তিনি অন্যের হাতের পুতুল ৷

যদিও পদ থেকে শুধু অনুপমকেই সরাইনি বিজেপি ৷ শুক্রবার সন্ধ্য়ায় বিজেপির তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে বিভিন্ন রাজ্যের পর্যবেক্ষক ও সহ-পর্যবেক্ষক হিসেবে অনেককে বদল করা হয়েছে ৷ পশ্চিমবঙ্গে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিহারের প্রাক্তন মন্ত্রী মঙ্গল পান্ডেকে ৷ এছাড়া সহ-পর্যবেক্ষক করা হয়েছে আশা লাকরাকে ৷ তিনি ঝাড়খণ্ডের বিজেপি নেত্রী ৷

এর আগে পশ্চিমবঙ্গে সহ-পর্যবেক্ষক হিসেবে কাজ করছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) ৷ তাঁকেও ওই পদে রেখে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন :বিজেপি জিতলে সরকার গড়ে, হারলেও সরকার গড়ে, বিস্ফোরক অনুপম

ABOUT THE AUTHOR

...view details