কলকাতা, 25 নভেম্বর :যেভাবে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা চলাকালীন বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) কলকাতা পৌরনিগমের (Election of Kolkata Municipal corporation) নির্বাচনের ঘোষণা করেছে তাকে স্বৈরাচারী মনোভাব বলে কটাক্ষ করল রাজ্য বিজেপি ৷ এদিন কলকাতায় রাজ্য বিজেপি দফতরে এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, "তৃণমূল সরকার রাজ্যে একতরফা, একচেটিয়া আধিপত্য বিস্তারের চেষ্টা করছে ৷ মামলা চলাকালীন এই ঘোষণা স্বেচ্ছাচারী মনোভাবের পরিচয় ৷ দখলদারির কাজ করছে এই সরকার ৷"
তবে আদালতে মামলা চললেও বিজেপি নেতৃত্ব জানিয়েছে, তারা ভোটের ময়দানে থাকবেন ৷ এদিন শমীক ভট্টাচার্য বলেন, "কোর্টকে হাতিয়ার করে আমরা সরে যাব না। যেকোনও পরিস্থিতিতে আমরা লড়তে প্রস্তুত। কোর্টে আগামী 29 তারিখের শুনানির উপর আমাদের নজর থাকবে ৷ আমরা ভোটেও আছি, কোর্টেও আছি ৷"
"কোর্টেও আছি, ভোটেও আছি", কলকাতা পৌরভোট নিয়ে প্রতিক্রিয়া বিজেপির আরও পড়ুন : EC on Kolkata Municipal Election: চালু হয়ে গেল নির্বাচনী আচরণ বিধি, বড় মিটিং-মিছিলে আপত্তি কমিশনের
বিজেপি আগেই জানিয়েছে, তারা চায় রাজ্যের 112টি পৌরসভার বকেয়া ভোট একসঙ্গেই সম্পন্ন হোক ৷ এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেছে তারা ৷ তারপরেও আদালতে শুনানি চলাকালীন কীভাবে কলকাতা পৌর নিগমের ভোট ঘোষণা হল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি ৷ শমীক ভট্টাচার্য এদিন বলেন, "বিচার চলছে, হাইকোর্ট মামলা গ্রহণ করেছে। তারপরেও আজকে একতরফা কলকাতার নির্বাচন ঘোষণা করে দেওয়া হল। পুরো বিষয়টি যখন আদালতে বিচারাধীন তখন কীভাবে কমিশন একতরফা নির্বাচন ঘোষণা করে দিতে পারে !"
রাজ্য কেন হাওড়া ও বালি পৌরসভাকে এক করল, 5 বছর পর কেন আবার আলাদা করে দিল এদিন সেই প্রশ্নও তুলেছেন শমীক ভট্টাচার্য ৷ তবে আদালতে মামলা চললেও বিজেপি যে ভোট প্রস্তুতি চালাচ্ছে তা বোঝাতে গিয়ে এদিন শমীক ভট্টাচার্য বলেন, "বিজেপি নির্দিষ্ট সময় প্রার্থী তালিকা (Candidate Lisst) প্রকাশ করবে। আমরা 29 তারিখ যাবতীয় কথা আদালতে জানাব। প্রয়োজনে আইনি পরামর্শ নিয়ে উচ্চতর আদালতে যাওয়ার পথও খোলা আছে ৷" এই রাজ্য পুলিশ-প্রশাসনকে দিয়ে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠ ও অবাধ নির্বাচন করানো সম্ভব নয় বলেও মনে করছে রাজ্য বিজেপি ৷