পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নাগরিকত্ব আইনের সমর্থনে আজ শহরে BJP-র মিছিল, নেতৃত্বে নাড্ডা - নরেন্দ্র মোদি

আজ কলকাতায় CAA-এর সমর্থনে অভিনন্দন মিছিল ৷ নেতৃত্ব দেবেন BJP-র সর্বভারতীয় কার্যকরী সভাপতি JP নাড্ডা । সুবোধ মল্লিক স্কয়্যার থেকে এই মিছিল শুরু হবে । সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে শ্যামবাজারে গিয়ে শেষ হবে ।

BJP rally at Kolkata, leading by JP  Nadda
J P নাড্ডা

By

Published : Dec 23, 2019, 10:38 AM IST

Updated : Dec 23, 2019, 11:37 AM IST

কলকাতা, 23 ডিসেম্বর : আজ কলকাতায় BJP-র অভিনন্দন মিছিল । মিছিলে ১ লাখ জনসমাগমের লক্ষ্য BJP-র । মিছিলে নেতৃত্ব দেবেন BJP-র সর্বভারতীয় কার্যকরী সভাপতি J P নাড্ডা । নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে এই মিছিলে হাঁটবেন তিনি । দুপুর 1টায় শুরু হবে মিছিল ৷ সুবোধ মল্লিক স্কয়্যার থেকে এই মিছিল শুরু হবে । সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে শ্যামবাজারে গিয়ে শেষ হবে ।

লোকসভা ভোটের সময় নির্বাচনী প্রচারে এসেছিলেন BJP নেতা অমিত শাহ ৷ তাঁর সেই মিছিলে কলেজ স্ট্রিটে বড় রকমের গণ্ডগোল হয়েছিল । তাই এবার JP নাড্ডার মিছিল নিয়ে বিশেষভাবে সর্তক রাজ্য BJP ৷ এবার কলেজ স্ট্রিট ও বিদ্যাসাগর কলেজ এড়িয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মিছিল শেষ হবে শ্যামবাজারে । সেখানেই বক্তব্য রাখবেন তিনি । মূলত নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 ইশুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ধন্যবাদ জানাবেন BJP নেতৃত্ব । যখন দেশজুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলি নাগরিকত্ব আইন ও NRC-র বিরোধিতা করছে তখন সংশ্লিষ্ট আইনের সমর্থনে এই মিছিলে আজ হাঁটতে চলেছেন BJP-র কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব ।

মিছিলে 18 জন সাংসদকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ মিছিলের মূল ভাগে থাকবেন JP নাড্ডা, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরিসহ রাজ্য নেতৃত্ব । দলের সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ কলকাতা অচল হয়ে যাবে । আজ শহরে ১ লাখ মানুষের জমায়েত হবে । সাম্প্রতিকালে যেটা রেকর্ড হতে চলেছে । "

এর আগে এই আইনের বিরোধিতায় রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল করা হয় শাসকদলের পক্ষ থেকে ৷ কলকাতায় মিছিলে নেতৃত্ব দেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাগরিকত্ব ইশুতে তিনি রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোটের দাবি তোলেন ৷

Last Updated : Dec 23, 2019, 11:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details