কলকাতা, 7 জানুয়ারি : চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন ৷ সরকারি এই অনুষ্ঠান ঘিরে শুরু হয়ে গেল রাজনৈতিক চাপানউতোর ৷ তার কারণ, অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal Chief Minister Mamata Banerjee) কিছু মন্তব্য ৷ আর তার প্রেক্ষিতে বিজেপি নেতাদের পালটা আক্রমণ (BJP Criticises Mamata) ৷
শুক্রবার কলকাতার এই ক্যান্সার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (CNCI 2nd Campus Inauguration) ৷ ভার্চুয়ালি তিনি উদ্বোধন করেন ৷ সেখানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৷ তিনি নিজের ভাষণে দাবি করেন, করোনার চিকিৎসার প্রয়োজনে তিনি এই ক্যাম্পাসের উদ্বোধন করেছিলেন ৷ তিনি বলেন, ‘‘তখন এই হাসপাতাল আমাদের কাজে এসেছে । এই হাসপাতালের 25 শতাংশ খরচ আমরাও দিচ্ছি ।’’
এই নিয়ে টুইটে মমতার বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ অমিতের অভিযোগ, ‘‘উনি (মমতা) অপ্রয়োজনীয়ভাবে সংঘাতের পথে হাঁটেন । ওঁর বোঝা উচিত, কোভিডের জন্য একটি বিল্ডিংয়ের উদ্বোধন করা এবং ক্যান্সার হাসপাতালের বিশেষ বিভাগ উদ্ধোধন করা এক নয় ।’’