কলকাতা, 6 অগস্ট: দলীয় কর্মীর মৃত্যুর অভিযোগ জানিয়ে গল্ফগ্রিন থানা ঘেরাও করল বিজেপি । বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা । শনিবার বিকালে আচমকাই গল্ফগ্রিন থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি(BJP protests over Golf Green Man Death in Kolkata) ।
বিজেপির অভিযোগ, ক'দিন আগে দীপঙ্কর সাহা নামে তাদের এক কর্মী সমর্থককে কিছু জিজ্ঞেসাবাদের জন্য বাড়ি থেকে থানায় নিয়ে আসে গল্ফগ্রিন থানার পুলিশ । তারপর তাঁকে বেধড়ক মারধর করা হয় । পরবর্তীকালে সে ভর্তি হয় বাঙ্গুর হাসপাতালে । সেখানে মৃত্যু হয় তাঁর । আর সেই জন্যই এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি ।
দলীয় কর্মীর মৃত্যুর অভিযোগ জানিয়ে গল্ফগ্রিন থানা ঘেরাও করে বিজেপি আরও পড়ুন:যুবককে পিটিয়ে মারার ঘটনায় সার্জেন্ট-সহ ক্লোজ 3
পাশাপাশি ডেপুটেশনেও জমা দেন তাঁরা । বিজেপির দক্ষিণ কলকাতা জেলার সভানেত্রী সংঘমিত্রা চৌধুরী বলেন, "আমরা আবার আনিশ কাণ্ডের ছায়া দেখতে পেলাম । একটা ছেলেকে কতটা মারলে সে মারা যায় ? আর তাঁকে গ্রেফতার না-করে শুধু জিজ্ঞেসাবাদের জন্য তাঁর গায়ে হাত তোলা হল কেন ? তাই আজ আমরা রাস্তা অবরোধ করি । পাশাপাশি গল্ফগ্রিন থানায় একটি ডেপুটেশন জমা দিই। আমরা চাই যে তিন জন পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত তাদের যেন চাকরি চলে যায় ও দৃষ্টান্তমূলক শাস্তি পায় তাঁরা । কারণ তাঁরা খুনি ।"