কলকাতা, 25 জানুয়ারি : রাজ্যের দুই মন্ত্রী তাপস রায় ও চন্দ্রনাথ সিংহ-এর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠল ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিয়োয় দেখা গেছে রাজ্যের ওই দুই মন্ত্রীকে টাকা নিতে ৷ যদিও সেই ভিডিয়োর সত্যতা তদন্ত সাপেক্ষ । আজ ওই দুই মন্ত্রীর পদত্যাগের দাবিতে সেন্ট্রাল অ্যাভিনিউতে বিক্ষোভ দেখায় BJP-র যুব মোর্চা । ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । বিক্ষোভ তোলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে যুব মোর্চার কর্মীদের । বিক্ষোভের জেরে সেন্ট্রাল অ্যাভিনিউতে যান চলাচল বন্ধ হয়ে যায় ।
দুই মন্ত্রীর পদত্যাগের দাবিতে BJP-র যুব মোর্চার বিক্ষোভ - চন্দ্রনাথ সিনহা
বিক্ষোভ তুলতে গিয়ে যুব মোর্চার সহ-সভাপতি তাপস ঘোষ-সহ আট কর্মীকে আটক করেছে কলকাতা পুলিশ । বিক্ষোভ তুলতে গিয়ে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ । পুলিশের ভ্যানে ওঠার পরেও তাপস রায় ও চন্দ্রনাথ সিংহের পদত্যাগের দাবিতে স্লোগান দেন যুব মোর্চার কর্মীরা ।
বিক্ষোভ তুলতে গিয়ে যুব মোর্চার সহ-সভাপতি তাপস ঘোষ-সহ আট কর্মীকে আটক করেছে কলকাতা পুলিশ । বিক্ষোভ তুলতে গিয়ে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ । পুলিশের ভ্যানে ওঠার পরেও তাপস রায় ও চন্দ্রনাথ সিংহের পদত্যাগের দাবিতে স্লোগান দেন যুব মোর্চার কর্মীরা ।
যুব মোর্চার সহ-সভাপতি প্রকাশ দাসের অভিযোগ, "আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ লাঠি চালিয়েছে । আমাদের কর্মীদের পুলিশ জোর করে আটক করেছে । মহিলা পুলিশ ছাড়া আমাদের সংগঠনের মহিলা কর্মীদের জোর করে ভ্যানে তুলেছে পুলিশ ।"