পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP Agitation at Raj Bhavan : বিজেপির রাজভবন অভিযানে উত্তেজনা, গ্রেফতার সজল ঘোষ

রাজ্যে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ 356 ধারা জারি করতে হবে, এই দাবি তুলেছেন বিজেপি নেতা সজল ঘোষ (BJP demands President Rule in Bengal) ৷

bjp protest raj bhavan
বিজেপির রাজভবন অভিযানে উত্তেজনা গ্রেফতার সজল ঘোষ

By

Published : Apr 12, 2022, 5:19 PM IST

Updated : Apr 12, 2022, 6:02 PM IST

কলকাতা, 12 এপ্রিল : বিজেপির রাজভবন অভিযানকে ঘিরে মঙ্গলবার বিকেলে উত্তেজনা ছড়াল রাজভবন এলাকায় ৷ রাজ্যে একের পর এক খুন, ধর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলেছে গেরুয়া শিবির ৷ রাজ্যে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ 356 ধারা জারি করতে হবে, এই দাবিতে এদিন এই বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি (BJP demands President Rule in Bengal) ৷ এই কর্মসূচিকে ঘিরে এদিন সাময়িক উত্তেজনা ছড়ায় রাজভবনের সামনে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তাতিতে জড়ান বিজেপি সমর্থকরা ৷ গ্রেফতার হয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ৷

আরও পড়ুন : হাঁসখালি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে মুখ খুললেন না অনন্যা

বিজেপির রাজভবন অভিযানে উত্তেজনা, গ্রেফতার সজল ঘোষ

এদিন বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "এই সরকারের আর একদিনও ক্ষমতায় থাকার অধিকার নেই, এই সরকার খুনি, ধর্ষণকারী, চোর সরকার ৷ মুখ্যমন্ত্রী শুধু পুলিশ দিয়ে রাজ্য শাসন করান ৷ তাঁর ক্ষমতায় থাকার অধিকার নেই ৷ " রাজ্যপাল রোজ টুইট করলে হবে না, রাজ্যে 356 ধারা জারি করতে হবে, বলেও এদিন দাবি তুলেছেন এই বিজেপি নেতা ৷

Last Updated : Apr 12, 2022, 6:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details