পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Nadda to Visit Bengal : বাংলা নিয়ে হাল ছাড়ছেন না পদ্ম নেতারা, শিগগিরই আসছেন নাড্ডা - বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা

কয়েকদিন আগে বাংলা থেকে ঘুরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ এবার বঙ্গ সফরে আসছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP National President JP Nadda) ৷ এই মাসের শেষে অথবা জুনের শুরুতে তিনি বাংলায় আসবেন বলে জানিয়েছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) ৷

bjp-president-jp-nadda-to-visit-bengal-very-soon
Nadda to Visit Bengal : বাংলা নিয়ে হাল ছাড়ছেন না পদ্ম নেতারা, শিগগিরই আসছেন নাড্ডা

By

Published : May 12, 2022, 2:39 PM IST

কলকাতা, 12 মে : একুশের অপূর্ণ স্বপ্নকে পূর্ণ করতে মরিয়া পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব । সদ্য অমিত শাহ (Union Home Minister Amit Shah) ঘুরে গিয়েছেন বাংলা থেকে ৷ তিনি শীঘ্রই ফের বাংলায় আসবেন বলে রাজ্য নেতারা আশ্বাস পেয়েছেন বলে খবর ৷ কিন্তু তার আগে চলতি মাসের শেষে অথবা জুন মাসের প্রথম সপ্তাহে বঙ্গ সফরে আসতে পারেন দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP National President JP Nadda) । তবে নাড্ডার বঙ্গ সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি । কবে তিনি রাজ্যে আসবেন, তা ঠিক করবেন নাড্ডা স্বয়ং ।

বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) বলেন, "এই মাসের শেষে । জুন মাসের প্রথম সপ্তাহে রাজ্যে আসবেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা । তাঁর সফর সূচি প্রায় চুড়ান্ত। দিল্লি আমাদের সবুজ সংকেত দিলেই আমরা প্রস্তুতি শুরু করে দেব ৷"

ঘটনা হল, পূর্ব ভারতের 'গেটওয়ে' বাংলা জয় না হওয়া পর্যন্ত শান্তি নেই দিল্লির নেতাদের । স্বয়ং অমিত শাহ সেই কথা বারবার বলেছেন । কিছুদিন আগেই বাংলায় এসে রাজ্যের পদ্ম নেতাদের লক্ষ্য স্থির করে দিয়ে গিয়েছেন দলের এই হেভিওয়েট নেতা । তৈরি করে দিয়েছেন আগামীর রুট ম্যাপ । এবার দলীয় নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতে বাংলায় আসছেন বিজেপির জাতীয় সভাপতি (BJP President JP Nadda to Visit Bengal very soon) ।

বিজেপি নেতৃত্ব মনে করছেন, গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ রাজ্য বিজেপি কর্মীদের মনোবল ও আত্মবিশ্বাস বাড়াতে হবে । আর সেই জন্য এখন থেকেই তিনমাস অন্তর রাজ্যে আসবেন অমিত শাহ । এমনটাই খবর মিলেছে বিজেপির সূত্র থেকে ৷

সূত্রের খবর, নাড্ডা আসার পর তাঁর উপস্থিতিতেই রাজ্য বিজেপির কার্যকারিণী বৈঠক হবে । 24-এর লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024) এবং 26-এর বিধানসভা ভোটের (Bengal Assembly Elections 2026) লক্ষ্যে সংগঠনকে মজবুত করার সলতে পাকানোর শুরু হবে এখন থেকেই । অর্থাৎ, স্পষ্টতই বোঝা যাচ্ছে, বাংলাকে নিয়ে হাল ছাড়ছেন না কেন্দ্রীয় নেতারা ।

রাজ্যে বিজেপির সংগঠনকে কীভাবে আরও মজবুত করা যায়, তার দিকে অবিরাম নজর রাখা হচ্ছে দিল্লি থেকে । অমিত শাহ ইতিমধ্যেই বলে গিয়েছেন, বুথস্তর পর্যন্ত দলকে শক্তিশালী করে তুলতে হবে । রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, পাঁচ রাজ্যের ভোটপর্ব মিটতেই ফের বিজেপির কেন্দ্রীয় নেতারা নজর দিয়েছেন বাংলার দিকে ৷

আরও পড়ুন :RSS to Recruit Swayamsevak : 24-এর ভোটের আগে সংগঠনের শক্তিবৃদ্ধিতে রেকর্ড সংখ্যক স্বয়ংসেবক নিয়োগের পথে আরএসএস

ABOUT THE AUTHOR

...view details