কলকাতা, 30 এপ্রিল : 2021 সালের 2 মে প্রকাশিত হয়েছিল বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Elections 2021) ফল ৷ জয়ের হ্যাটট্রিক করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chairperson Mamata Banerjee) দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ কিন্তু সেই দিন থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপি কর্মীরা আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে ৷ বিজেপির দাবি ছিল, তৃণমূলের হাতেই আক্রান্ত হতে হয়েছে তাদের কর্মীদের ৷
তাই ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) এক বছর পূর্তিতে বিশেষ কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি (BJP plans a mega rally on May 2 to mark one year of post poll violence) ৷ গেরুয়া শিবির সূত্রে খবর, ওই কর্মসূচিতে আগামী 2 মে শহরে 50 হাজার বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিত থাকার টার্গেট নেওয়া হয়েছে দলের তরফে । আর এই বড় জমায়েত করতে ইতিমধ্যেই বিজেপির 42টি সাংগঠনিক জেলা সভাপতিদের কড়া বার্তা দেওয়া হয়েছে । মধ্য কলকাতার হিন্দ সিনেমা থেকে রানি রাসমনি রোড পর্যন্ত শহিদ পরিবারের সদস্যদের নিয়ে হবে মহামিছিল । মিছিল শেষে হবে বিশেষ জনসভা ।
বিজেপি সূত্রে খবর, এই মিছিলের নেতৃত্ব দেবেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh), বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder), বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (LoP Suvendu Adhikari), সাংসদ লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee)-সহ শীর্ষস্তরের অন্য নেতারা ৷ বিজেপির সাংসদ ও বিধায়কদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।