পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Post Poll Violence : ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে 2 মে কলকাতায় মহামিছিল বিজেপির - LoP Suvendu Adhikari

2021 সালের বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Elections 2021) ফল প্রকাশের পর বাংলার বিভিন্ন অংশে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ ওঠে ৷ বিজেপি এই ঘটনায় কাঠগড়ায় তোলে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) ৷

bjp-plans-a-mega-rally-on-may-2-to-mark-one-year-of-post-poll-violence
Post Poll Violence : ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে 2 মে কলকাতায় মহামিছিল বিজেপির

By

Published : Apr 30, 2022, 8:45 PM IST

কলকাতা, 30 এপ্রিল : 2021 সালের 2 মে প্রকাশিত হয়েছিল বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Elections 2021) ফল ৷ জয়ের হ্যাটট্রিক করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chairperson Mamata Banerjee) দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ কিন্তু সেই দিন থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপি কর্মীরা আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে ৷ বিজেপির দাবি ছিল, তৃণমূলের হাতেই আক্রান্ত হতে হয়েছে তাদের কর্মীদের ৷

তাই ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) এক বছর পূর্তিতে বিশেষ কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি (BJP plans a mega rally on May 2 to mark one year of post poll violence) ৷ গেরুয়া শিবির সূত্রে খবর, ওই কর্মসূচিতে আগামী 2 মে শহরে 50 হাজার বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিত থাকার টার্গেট নেওয়া হয়েছে দলের তরফে । আর এই বড় জমায়েত করতে ইতিমধ্যেই বিজেপির 42টি সাংগঠনিক জেলা সভাপতিদের কড়া বার্তা দেওয়া হয়েছে । মধ্য কলকাতার হিন্দ সিনেমা থেকে রানি রাসমনি রোড পর্যন্ত শহিদ পরিবারের সদস্যদের নিয়ে হবে মহামিছিল । মিছিল শেষে হবে বিশেষ জনসভা ।

বিজেপি সূত্রে খবর, এই মিছিলের নেতৃত্ব দেবেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh), বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder), বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (LoP Suvendu Adhikari), সাংসদ লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee)-সহ শীর্ষস্তরের অন্য নেতারা ৷ বিজেপির সাংসদ ও বিধায়কদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

বিজেপির সূত্রে খবর, চলতি মাসেই রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) । তার আগে শহরে বড় জমায়েত করে তৃণমূলকে কড়া টক্কর দিতে চাইছে বিজেপি । মহামিছিলের মূল লক্ষ্য, এই কর্মসূচির মাধ্যমে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মী-সমর্থকদের বার্তা দেওয়া ৷ এই কর্মসূচি শেষে শহিদ পরিবারের হাতে বিজেপির পক্ষ থেকে বেশকিছু সামগ্রী তুলে দেওয়া হতে পারে ।

এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এই মহামিছিলে রেকর্ড সংখ্যক লোক হবে । আর বিজেপি কর্মীরা যে বাড়িতে বসে যায়নি । সেটাও আমরা প্রমাণ করে দেব । আর ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে যে আমরা আছি, সেটাও এই মিছিলের মাধ্যমে বার্তা দেওয়া হবে ৷"

আরও পড়ুন :Amit Shah's Bengal Visit : বঙ্গ সফরে এসে বিজেপির কোন্দল থামানোর দিশা কি দেখাতে পারবেন অমিত শাহ ?

ABOUT THE AUTHOR

...view details