পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP Social Media : নেতাদের সোশ্যাল মিডিয়ায় সড়গড় করতে প্রশিক্ষণের পরিকল্পনা বঙ্গ বিজেপির - BJP

লক্ষ্য 2024 সালের লোকসভা নির্বাচন ৷ তাই সাংসদ-বিধায়ক থেকে বুথস্তরের কর্মীদের সোশ্যাল মিডিয়া নিয়ে প্রশিক্ষণ দেবে বঙ্গ বিজেপি (BJP Planning to train Leaders about Social Media) ৷

BJP Planning to train Leaders about Social Media
BJP Social Media : নেতাদের সোশ্যাল মিডিয়ায় সড়গড় করতে প্রশিক্ষণের পরিকল্পনা বঙ্গ বিজেপির

By

Published : May 26, 2022, 9:11 PM IST

Updated : May 26, 2022, 9:26 PM IST

কলকাতা, 26 মে : 2014 সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2014) লড়াইয়ে সোশ্যাল মিডিয়ায় বিরোধীদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ সেই সময় প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) নিয়ে বিজেপির সোশ্যাল-প্রচার অন্য রাজনৈতিক দলগুলির চেয়ে অনেক আগেই পৌঁছে গিয়েছিল আম আদমির কাছে ৷ দশ বছর পর 2024-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) বাংলায় সাফল্যের খোঁজে সেই কৌশলই নিতে চলেছে সুকান্ত-শুভেন্দুদের দল ৷

বিজেপি সূত্রে খবর, 2024-এর লোকসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়াকে প্রচারের কাজে ভাল করে ব্যবহার করতে চাইছে দল ৷ সেই কারণে বিজেপির সাংসদ ও বিধায়কদের থেকে বুথস্তরের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে ৷ বিজেপির সোশ্যাল মিডিয়া সেল (BJP Social Media Cell) এই সেই প্রশিক্ষণের দায়িত্ব সামলাবে ৷

বঙ্গ বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ উজ্জ্বল পারেখ ৷ তিনি 2014 সাল থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন ৷ তাঁর কথায়, ‘‘2014 সালের লোকসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল । রাজ্যের 6 কোটি ভোটারের মধ্যে 4 কোটি ভোটার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত । তাই বুথস্তরের বিজেপি কর্মীদের কাছে পৌঁছে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য ।’’

তিনি আরও বলেন, ‘‘2024-এর লোকসভা নির্বাচনে তাই সোশ্যাল মিডিয়ার উপরই গুরুত্ব আরও বাড়বে । এটা স্বাভাবিক । আমরা 2019-এর লোকসভায় রাজ্যে বিজেপি যে 18টি আসন দখল করেছিল । সেটার পিছনে সোশ্যাল মিডিয়া সেলের একটা বড় গুরুত্ব আছে ৷"

বিজেপির সূত্রে খবর, বিজেপি বরাবরই সোশ্যাল মিডিয়ায় খুবই শক্তিশালী । বিজেপির সোশ্যাল মিডিয়ায় জেলা, মণ্ডল ও শক্তিকেন্দ্র সবস্থরেই আলাদা আলাদা ভাবে বিশেষ টিম আছে । যাঁদের 2024 সালের লোকসভা নির্বাচনে প্রচারে মূল ভূমিকা নেবে ।’’

আরও পড়ুন :Dilip Ghosh : 'আমি না থাকলে তারা তো ভালই থাকবে', বললেন দিলীপ ; 'তারা' কারা ?

Last Updated : May 26, 2022, 9:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details