কলকাতা, 25 ডিসেম্বর : পৌরভোট দুয়ারে (Municipal Election 2022) ৷ বাকি রয়েছে পঞ্চায়েত নির্বাচনও ৷ সেগুলিতে জয় পাওয়া যে জরুরি, তা বিলক্ষণ জানেন গেরুয়া শিবিরের তাবড় নেতারা ৷ কিন্তু, তাঁদের প্রধান লক্ষ্য, চব্বিশের লোকসভা নির্বাচন (General Election 2024) ৷ একুশের বিধানসভা ভোটে বাংলা দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি ৷ কিন্তু, বাংলার মানুষ ‘পরিবর্তনের পরিবর্তন’-এর পক্ষে রায় দেননি ৷ জনমত গিয়েছে তার একেবারে বিপরীতে ৷ বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল স্তরে সংগঠন মজবুত না হওয়াতেই শাসক তৃণমূলের সঙ্গে ভোটের ময়দানে এঁটে উঠতে পারেনি তারা ৷ আর সেই কারণেই সংগঠনের নানা স্তরে আমূল রদবদল ঘটানো হল ৷
আরও পড়ুন :BJP State Committee: বিজেপি'র রাজ্য কমিটিতে রদবদল, আস্থা নতুন মুখে
সূত্রের খবর, মূলত আরএসএস-এর নির্দেশেই পশ্চিমবঙ্গে দলের সাংগঠনিক রদবদল করা হয়েছে ৷ উনিশের লোকসভা ভোটে বিজেপি-র সাফল্য ছিল চোখ ধাঁধানো ৷ চব্বিশে সেই সাফল্যকেও ছাপিয়ে যেতে চাইছে গেরুয়া শিবির ৷ তাই পৌরভোট আর পঞ্চায়েত নির্বাচন আসন্ন জেনেও আগামী লোকসভা নির্বাচনকেই এ রাজ্যে পাখির চোখ করছে তারা ৷
2024 সালেও যদি দিল্লির মসনদ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র হাতে থাকে, তাহলে শাসকের কুর্সিতে হ্যাটট্রিক করবে গেরুয়াব্রিগেড ৷ এক্ষেত্রে বাংলার 42টি আসন অত্যন্ত জরুরি ৷ কিন্তু, বিধানসভা ভোটে (এবং কলকাতা পৌরনির্বাচনেও) তৃণমূল যে ‘খেলা’ দেখিয়েছে, তাতে চিন্তা বেড়েছে বিজেপি-র ৷ গতবারের সাফল্য চব্বিশের নির্বাচনে আদৌ ধরে রাখা যাবে তো ? এই প্রশ্নই ভাবাচ্ছে রাজ্য তথা কেন্দ্রীয় নেতৃত্বকে ৷ আর সেই কারণেই দলকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত বলে দাবি সূত্রের ৷ যে জেলা সভাপতিরা এতদিন কার্যত নিষ্ক্রিয় ছিলেন, তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে ৷ বদলে বয়সে তরুণ ও সক্রিয় কর্মীদের কাঁধে সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ৷
এবারের সাংগঠনিক রদবদলে (BJP Organization Reshuffle) 39টি সাংগঠনিক জেলা ভেঙে তৈরি হয়েছে 42টি সাংগঠনিক জেলা ৷ এতদিন জেলা সভাপতির দায়িত্বে থাকা 39 জনের মধ্যে 36 জনকেই তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ সূত্রের দাবি, একসঙ্গে এতজন জেলা সভাপতির অপসারণ নজিরবিহীন ৷ এর জন্য বিধানসভা ভোটে প্রত্যাশা পূরণ করতে না পারাকেই দায়ী করেছে সংশ্লিষ্ট মহল ৷
সুকান্ত মজুদারের দাবি, রুটিন রদবদল ঘটানো হয়েছে বিজেপি-র অন্দরে ৷ আরও পড়ুন :Mukul Roy on Municipal Election : পৌরভোটে বিজেপি বিপুল ভোটে জিতবে, মুকুল-বোমায় ফের অস্বস্তিতে তৃণমূল
যদিও এই তত্ত্ব মানতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar on BJP Organization Reshuffle) ৷ তাঁর বক্তব্য, এটা রুটিন রদবদল ৷ যাঁরা এতদিন জেলাসভাপতি পদে ছিলেন, তাঁদের অভিজ্ঞতা কাজে লাগাতে অন্য জেলার পর্যবেক্ষক করা হয়েছে ৷ বেশিরভাগ জেলায় নতুন মুখ আনা হয়েছে, যাতে তাঁরা নতুন উদ্যমে দলের এবং সংগঠনের কাজ করতে পারেন ৷ একই সুর শোনা গিয়েছে দলের আর এক নেতা অমিতাভ চক্রবর্তীর গলাতেও ৷