পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dilip Ghosh-Prabir Ghoshal : প্রবীর ঘোষালকে তৃণমূলের ‘এঁদো পুকুরে’ যাওয়ার পরামর্শ দিলীপের - BJP

গতকাল প্রবীর ঘোষাল বিজেপির বিরুদ্ধে বিষোদগার করেছিলেন ৷ এদিন পালটা প্রবীর ঘোষালকে আক্রমণ করলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷

bjp national vp dilip ghosh slams prabir ghoshal
Dilip Ghosh-Prabir Ghoshal : প্রবীর ঘোষালকে তৃণমূলের ‘এঁদো পুকুরে’ যাওয়ার পরামর্শ দিলীপের

By

Published : Nov 18, 2021, 12:52 PM IST

কলকাতা, 18 নভেম্বর : ‘‘এঁদো পুকুরে ছিলেন ৷ ওখানেই চলে যান ৷ ওখানে কমফোর্টে থাকুন ৷ আমাদের কোনও টেনশন নেই ৷’’ প্রবীর ঘোষালকে এই বলেই আক্রমণ বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ।

গতকাল, বুধবার বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলায় উত্তর সম্পাদকীয় লেখেন উত্তরপাড়ার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল ৷ সেখানে বিজেপির বিরুদ্ধে নানা ইস্যুতে সমালোচনা করেছেন ৷ পরে সাংবাদিক বৈঠক করেও বিজেপির বিরুদ্ধে বিষোদগার করেন তিনি ৷

আরও পড়ুন :RSS : রাজ্য বিজেপির উপর আর ভরসা নয়, বঙ্গ গৈরিকীকরণের সব দ্বায়িত্ব এবার সংঘের

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বৃহস্পতিবার বলেন, ‘‘ভারতীয় জনতা পার্টি গঙ্গার মতো পবিত্র ছিল থাকবে । অনেকে এসেছেন, সেই পবিত্রতাকে সহ্য করতে পারছেন না । যাঁদেরকে নিচ্ছে না । ওখানে নো এন্ট্রি বোর্ড আছে, এই ধরনের কষ্টের মধ্যে আছেন, তাঁরা কোথায় যাবেন ঠিক করতে পারছেন না । কেউ বলেছিলেন আগে ভুল করেছিলাম, আবার কেউ বলছেন এখন ভুল করছেন । কে কি ভুল করেছেন আগে ঠিক করুন ।’’

গতকাল, বুধবার প্রশাসনিক বৈঠকে বিধায়ক-সাংসদদের কাজে ক্ষুব্ধ হয়ে ধমক দেন মুখ্যমন্ত্রী ৷ এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘যখন মানুষ ক্ষেপে যায়, তখন এই ধরনের কথা বার্তা বলে আই ওয়াশ করার চেষ্টা করেন প্রত্যেকবার । কখনও কেষ্টকে (অনুব্রত মণ্ডল) ধমকান, আবার বলেন ওর একটু অক্সিজেন কম, আবার ওর টাকাতে পার্টি চলে । এই ধরনের নাটকবাজি দেখে দেখে বাংলার মানুষ ক্লান্ত ।’’

Dilip Ghosh-Prabir Ghoshal : প্রবীর ঘোষালকে তৃণমূলের ‘এঁদো পুকুরে’ যাওয়ার পরামর্শ দিলীপের

আরও পড়ুন :Prabir Ghoshal : বিজেপিতে টাকা চাওয়ার লোক বেশি, জাগোবাংলায় বিস্ফোরক প্রবীর ঘোষাল

দিলীপের দাবি, ‘‘লোককে রাস্তায় দাঁড় করিয়ে নাম লেখাচ্ছেন, একটা পয়সা দেন না । ইলেকশনের আগে বড় বড় প্রতিশ্রুতি দেন কিছু করেন না । মানুষ বিকল্প খুঁজেছে ৷ বিজেপি এসেছে । আমরা যেমন এর প্রতিবাদও করব, তেমনি মোদীজির কাজ কিভাবে হতে পারে সেটাও দেখাব ।’’

বিএসএফের পরিধি বাড়ানো হয়েছে । তিনজনকে গুলি করে মারা হয়েছে । এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘সাধারণ মানুষকে নয় বাংলাদেশকে মেরেছে আর এই জন্য পরিধি বাড়ানো হয়েছে । যারা বাংলাদেশিদের কাছ থেকে টাকা নেয়, ব্যবসা করে, তারা চিৎকার চেঁচামেচি করেন ।’’

আরও পড়ুন :Dilip Ghosh : রেশন ডিলারদের ভয় দেখিয়ে বেশিদিন সরকার চালানো যাবে না : দিলীপ ঘোষ

তাঁর দাবি, ‘‘এই সিদ্ধান্তে দেশের লোক খুশি । আমাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে । দেশের সুরক্ষা সব থেকে প্রথম । যারা এটা নিয়ে বিজনেস করছে তাদের কষ্ট হচ্ছে ।’’

ABOUT THE AUTHOR

...view details