কলকাতা, 12 নভেম্বর: ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে ইকোপার্কে মর্নিং ওয়ার্কে গিয়ে তিনি বলেন, "তৃণমূলে একজনই পুরুষ আছে, বাকি সব মহিলা।" ৷ কয়েকদিন আগে তৃণমূল নেত্রী সায়নী ঘোষ মন্তব্য করেছিলেন, নারী বিদ্বেষী দল বিজেপি ৷ এই প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "উনি নিজেকে কি মনে করেন ৷ দেশের মহিলা প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী আমরা করেছি। চারজন মহিলা রাজ্যপাল আমরা করেছি। তৃণমূলে একজনই পুরুষ আছে, বাকি সব মহিলা।"
তথাগত রায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, "অনেকে অনেক কথা বলছেন, তাতে লোকেরা গুরুত্ব দেয় না। কিন্তু পদাধিকারীরা এমন কথা বললে দলের ভাবমূর্তি নষ্ট হয়। দলের পুরোনো যাঁরা আছেন, তাঁদের মধ্যে ক্ষোভ আছে শ্রাবন্তীর মতো তারকারা ভোটের আগে দলে এসে টিকিট পাওয়ায় ৷ কিন্তু অনেকেই সারাবছর খেটেও কিছু পান না। রাজনীতিতে দেখা হয় পরিচিত মুখ কিনা, কতটা মানুষ চেনেন। তাই দল নিয়েছে। টিএমসিও তাই করেছে। পার্টিও নির্বাচনের আগে সিদ্ধান্ত নিয়েছিল। তারকা বলেই তো গুরুত্ব দেওয়া হয়। রাজনীতিতে অনেক কিছু করতে হয়, কখনও সফল হওয়া যায়, কখনও হয় না। "