কলকাতা, 25 মে : মে মাসের শুরুতে বঙ্গ সফর করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি ৷ আগামীর দিকনির্দেশও দিয়ে গিয়েছেন ৷ এবার রাজ্যে আসছেন বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (BJP National President JP Nadda) ৷ বিজেপি সূত্রে খবর, আগামী 7-8 জুন দু’দিনের সফরে তিনি বাংলায় আসবেন ৷
ওই সূত্র জানাচ্ছে যে এবারের সফরে নাড্ডা বঙ্গ বিজেপির কার্যকারিণী বৈঠকেও উপস্থিত থাকবেন ৷ এছাড়া সাংগঠনিক বৈঠক করবেন ৷ বিধায়ক ও সাংসদদের সঙ্গে আলাদা করে বৈঠকেও বসবেন ৷ বিজেপির রাজ্য কমিটি নতুন করে গঠন করার পর এটাই প্রথম কার্যকারিণী বৈঠক ৷ ফলে সেদিন রাজ্য কমিটির সব সদস্যেরই উপস্থিত থাকার কথা ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, 2021-এর বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Election 2021) পর থেকে বিজেপির অন্দরের কোন্দল বারবার প্রকাশ্যে চলে এসেছে ৷ পদ হারিয়ে জয়প্রকাশ মজুমদারের মতো নেতা তৃণমূলে চলে গিয়েছেন ৷ অনেকে দলের অন্দরে থেকেই বারবার ‘বেসুরো’ মন্তব্য করছেন ৷ তবে গত রবিবার ব্য়ারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান (Barrackpore MP Arjun Singh Rejoins TMC from BJP) গেরুয়া শিবিরের উপর চাপ বাড়িয়ে দিয়েছে ৷