পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Nadda to Visit Bengal : জুনের 7-8 তারিখ বঙ্গ সফরে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা - Bengal Assembly Election 2021

চলতি মাসের শুরুতে বাংলা থেকে ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এবার আসছেন বিজেপির জাতীয় জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP National President JP Nadda to Visit Bengal on June) ৷ আগামী 7-8 জুন তিনি বাংলায় দু’দিনের সফরে আসবেন বলে খবর ৷

bjp-national-president-jp-nadda-to-visit-bengal-on-june
Nadda to Visit Bengal : জুনের 7-8 তারিখ বঙ্গ সফরে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা

By

Published : May 25, 2022, 4:22 PM IST

Updated : May 25, 2022, 6:34 PM IST

কলকাতা, 25 মে : মে মাসের শুরুতে বঙ্গ সফর করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি ৷ আগামীর দিকনির্দেশও দিয়ে গিয়েছেন ৷ এবার রাজ্যে আসছেন বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (BJP National President JP Nadda) ৷ বিজেপি সূত্রে খবর, আগামী 7-8 জুন দু’দিনের সফরে তিনি বাংলায় আসবেন ৷

ওই সূত্র জানাচ্ছে যে এবারের সফরে নাড্ডা বঙ্গ বিজেপির কার্যকারিণী বৈঠকেও উপস্থিত থাকবেন ৷ এছাড়া সাংগঠনিক বৈঠক করবেন ৷ বিধায়ক ও সাংসদদের সঙ্গে আলাদা করে বৈঠকেও বসবেন ৷ বিজেপির রাজ্য কমিটি নতুন করে গঠন করার পর এটাই প্রথম কার্যকারিণী বৈঠক ৷ ফলে সেদিন রাজ্য কমিটির সব সদস্যেরই উপস্থিত থাকার কথা ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2021-এর বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Election 2021) পর থেকে বিজেপির অন্দরের কোন্দল বারবার প্রকাশ্যে চলে এসেছে ৷ পদ হারিয়ে জয়প্রকাশ মজুমদারের মতো নেতা তৃণমূলে চলে গিয়েছেন ৷ অনেকে দলের অন্দরে থেকেই বারবার ‘বেসুরো’ মন্তব্য করছেন ৷ তবে গত রবিবার ব্য়ারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান (Barrackpore MP Arjun Singh Rejoins TMC from BJP) গেরুয়া শিবিরের উপর চাপ বাড়িয়ে দিয়েছে ৷

বিজেপির একটি অংশ থেকে পাওয়া খবর অনুযায়ী, সামনে রাষ্ট্রপতি নির্বাচন ৷ তার আগে সাংসদ ও বিধায়কদের দলে ধরে রাখতে মরিয়া বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ সেই কারণেই তড়িঘড়ি জেপি নাড্ডা বাংলায় আসছেন ৷ যদিও বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, "জেপি নাড্ডাজি আগেই জানিয়েছিলেন যে তিনি জুন মাসে আসবেন । আর এটা মূলত সাংগঠনিক বৈঠকের জন্য সফর ৷"

তবে এবারের সফর যে খুবই গুরুত্বপূর্ণ, তার ইঙ্গিত বিজেপির অন্দরমহল থেকেই মিলছে ৷ সূত্রের খবর, আজই দিল্লি থেকে রাজ্য নেতৃত্বের কাছে ফোন এসেছে ৷ আগামী 7-8 জুন রাজ্য নেতৃত্বকে অন্য কোনও কর্মসূচি না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন :Dilip in charge of eight states: 8 রাজ্যে সংগঠন বৃদ্ধির দায়িত্বে দিলীপ, তালিকায় নেই বঙ্গ

Last Updated : May 25, 2022, 6:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details