কলকাতা, 24 ডিসেম্বর : বছরখানেক বঙ্গ-বিজেপির নেতা-কর্মীদের মধ্য়ে যে উৎসাহ দেখা যাচ্ছিল, তা এখন অনেকটাই স্তিমিত ৷ বিধানসভা ভোটে আশানুরূপ ফল না হওয়া এবং পরবর্তী উপ-নির্বাচনগুলি ও কলকাতা পৌরনিগমের ভোটে ভরাডুবির জেরে বাংলার বিজেপি নেতা কর্মীদের মনোবল একেবারে তলানিতে ৷
এই পরিস্থিতিতে দলকে চাঙ্গা করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতৃত্ব ৷ তাই আগামী বছরের শুরুতে বঙ্গ সফরে আসছেন বিজেপির জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (bjp national president jp nadda is coming to bengal next january) ৷ মুরলিধর সেন লেন সূত্রে অন্তত এমনটাই খবর ৷
ওই সূত্র জানিয়েছে, আগামী 9-10 জানুয়ারি বাংলায় আসছেন নাড্ডা ৷ তবে তাঁর সফরের আগে চলতি বছরের শেষে বঙ্গে আসবেন বিএল সন্তোষও ৷ তিনি বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন)৷ গেরুয়া শিবিরের সাংগঠনিক কাঠামোয় নাড্ডার পরই তাঁর গুরুত্ব ৷ তিনি আগামী 27 ডিসেম্বর আসছেন বলে জানা গিয়েছে ৷
গেরুয়া শিবির সূত্রে খবর, নাড্ডা বা বিএল সন্তোষ সংগঠনের খুঁটিনাটি নিয়ে আলোচনা করবেন ৷ নেতাদের সঙ্গে কথা বলবেন ৷ আসন্ন পৌর নির্বাচনে দলের কী স্ট্রাটেজি হবে, সেই কথাও বলবেন ৷ এতে সংগঠনের অভ্যন্তরে অনেকটাই কাজ হবে ৷ কলকাতা পৌরনিগমের ভোটে যেমন হত্যোদম অবস্থা ছিল, তার থেকে পরিস্থিতি ভালো হবে ৷