কলকাতা, 12 অগস্ট: আগামী 7 সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিল বঙ্গ বিজেপি (BJP Nabanna Abhijan) ৷ রাজ্যব্যাপী ঘটে যাওয়া একের পর এক দুর্নীতির প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পদত্যাগের দাবি জানিয়ে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ৷ শুক্রবার এই একই ইস্যুতে ধর্মতলার ওয়াই চ্যানেলে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই নতুন কর্মসূচি ঘোষণা করেন বিজেপি-এর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) জড়িত থাকার অভিযোগে কিছু দিন আগেই গ্রেফতার হয়েছেন রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ৷ গ্রেফতার করা হয়েছে তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্য়ায়কেও (Arpita Mukherjee) ৷ সেইসঙ্গে, অর্পিতার দু'টি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে কোটি কোটি টাকা ৷ পাওয়া গিয়েছে প্রচুর পরিমাণে সোনা ও একাধিক সম্পত্তির দলিল ৷ এ নিয়ে যখন সরগরম রাজ্য তথা জাতীয় রাজনীতি, ঠিক তখনই বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন তৃণমূলের আর এক 'হেভি ওয়েট' ৷ গরুপাচার কাণ্ডে বীরভূমের বাড়ি থেকে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷