পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Soumitra Demands 355 for Bengal : শুভেন্দুদের মারধরের অভিযোগ, লোকসভায় 355-র দাবিতে সরব সৌমিত্র - President Ramnath Kovind

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ও তৃণমূল বিধায়কদের মধ্যে হাতাহাতি হয় (TMC-BJP MLAs Fight In Bengal Assembly) ৷ এই নিয়ে লোকসভায় সরব হলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷ তিনি পশ্চিমবঙ্গে 355 ধারা জারির আবেদন করেন (BJP MP Soumitra Khan Demands 355 for West Bengal in Lok Sabha) ৷

bjp-mp-soumitra-khan-demands-355-for-west-bengal-in-lok-sabha
Soumitra Demands 355 for Bengal : শুভেন্দুদের মারধরের অভিযোগ, লোকসভায় 355-র দাবিতে সরব সৌমিত্র

By

Published : Mar 28, 2022, 2:27 PM IST

Updated : Mar 28, 2022, 3:06 PM IST

নয়াদিল্লি, 28 মার্চ : পশ্চিমবঙ্গ বিধানসভায় গোলমালের রেশ গিয়ে পড়ল লোকসভায় ৷ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari), বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে মারধরের অভিযোগ করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ৷ সংসদের নিম্নকক্ষে দাঁড়িয়ে অভিযোগ করলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই ৷ অবিলম্বে এই রাজ্যে 355 ধারা জারি করা উচিত (BJP MP Soumitra Khan Demands 355 for West Bengal in Lok Sabha) ৷

প্রসঙ্গত, সোমবার ছিল পশ্চিমবঙ্গ বিধানভায় বাজেট অধিবেশনের শেষদিন (West Bengal Assembly Budget Session) ৷ সেখানে রামপুরহাটের বগটুইয়ের ঘটনা নিয়ে ব্যাপক গোলমাল ছড়ায় বলে অভিযোগ ৷ শাসক তৃণমূল ও বিরোধী বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতি হয় (TMC-BJP MLAs Fight In Bengal Assembly) ৷

তৃণমূলের দাবি, বিজেপি বিধায়কদের আক্রমণের জেরে নাক ফেটেছে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের ৷ বিজেপির দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে হেনস্তা করা হয়েছে ৷ প্রহৃত হয়েছেন আরও কয়েকজন বিধায়ক ৷

এদিন লোকসভায় এই প্রসঙ্গই তুলে ধরেন বিষ্ণুপুরের সাংসদ বিজেপির সৌমিত্র খাঁ ৷ তিনি বলেন, ‘‘স্যার সংসদে আমরা আসি ৷ কারও একজন সাংসদ থাকে ৷ কারও 300 সাংসদ থাকে ৷ গত সাত বছরে একবারও দেখিনি যে কোনও সাংসদের উপর আক্রমণ হয়েছে ৷ কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গার উপর আক্রমণ হয়েছে বিধানসভার ভিতরে ৷’’

তাঁর দাবি, এই ধরনের ঘটনার নজির ভারতে আর নেই ৷ তার কারণ, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, শাসনতন্ত্র নেই ৷ কোনও সরকার নেই ৷ তিনি আরও দাবি করেন, বিজেপি বিধায়কদের মারতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker of WBLA Biman Banerjee) উস্কানি দিয়েছেন ৷

সেই কারণে তিনি পশ্চিমবঙ্গে অবিলম্বে সংবিধানের 355 ধারা জারি করার দাবিতে সরব হয়েছেন লোকসভায় ৷ এই বিষয়ে তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) হস্তক্ষেপ দাবি করেছেন ৷

আরও পড়ুন :TMC-BJP MLAs fight : বিধানসভায় তুলকালাম, তৃণমূল-বিজেপি বিধায়কদের হাতাহাতি

Last Updated : Mar 28, 2022, 3:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details