কলকাতা, 10 জুন : নিউটাউনে এনকাউন্টারের ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিচ্ছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷ বৃহস্পতিবার তিনি জানান, নিউটাউনের যে ফ্ল্যাটে মৃত দুই গ্যাংস্টার আস্তানা গেড়েছিল, তার মালিক একজন বাংলাদেশি ৷ সৌমিত্রর প্রশ্ন, একজন বাংলাদেশি কীভাবে নিউটাউনে ফ্ল্য়াট কিনলেন ? কেন সেই তথ্য দীর্ঘদিনেও প্রকাশ্য়ে এল না ? তা নিয়ে পুলিশই বা কেন আগাম সতর্ক হল না ৷
বস্তুত, এই ঘটনায় বিধাননগর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সৌমিত্র ৷ আপাতত দিল্লিতে রয়েছেন বিজেপির এই সাংসদ ৷ তাঁর মতে, নিউটাউনের ঘটনায় এনআইএ তদন্ত হওয়া দরকার ৷ তবেই প্রকৃত সত্য সামনে আসবে ৷ এই দাবি জানিয়ে এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন ৷ সাংসদের অভিযোগ, পশ্চিমবঙ্গ ক্রমশ সন্ত্রাসবাদীদের আখরায় পরিণত হচ্ছে ৷ রাজ্যে আপরাধমূলক ঘটনা দিন দিন বাড়ছে ৷
প্রসঙ্গত,বুধবার হঠাৎই খবরের শিরোনামে উঠে আসে নিউটাউনের সাপুরজি আবাসন ৷ আবাসনের বি-ব্লকের ভিতরে চলে গুলি ৷ এসটিএফ ও দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই দুষ্কৃতীর ৷ ঘটনায় আহত হন এক পুলিশকর্মীও ৷