নয়াদিল্লি, 5 অক্টোবর : সংসদের স্থায়ী কমিটির (Parliamentary Standing Committee) চেয়ারম্যান পদে রদবদল ঘিরে বিতর্ক তৈরি হল জাতীয় রাজনীতিতে ৷ একটি মাত্র কমিটির চেয়ারম্যান পদে ছিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷
খাদ্য, গ্রাহক বিষয়ক ও গণবণ্টন সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) ৷ নতুন কমিটিতে চেয়ারপার্সন করা হয়েছে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) ৷
মঙ্গলবার সংসদের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ৷ সঙ্গে সঙ্গেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ টুইট করে কেন্দ্রের মোদি সরকারের সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O'Brien) ৷
টুইটারে তিনি লিখেছেন, ‘‘নতুন স্থায়ী কমিটি ঘোষণা করা হল৷ সংসদে তৃতীয় বৃহত্তম দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল তৃণমূল কংগ্রেসকে কোনও কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হয়নি ৷’’ এই সিদ্ধান্তকে তিনি ‘নতুন ভারতের আসল বাস্তব’ বলে ব্যাখ্যা করেছেন ৷
অন্যদিকে কংগ্রেসকে (Congress) দু’টো গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যানের পদ থেকে বাদ দেওয়া হল ৷ ডেরেক এই বিষয়টিও উল্লেখ করেছেন ওই টুইটে ৷ তবে সরাসরি কংগ্রেসের নাম উল্লেখ করেননি ৷ বরং সবচেয়ে বড় বিরোধী দল বলে উল্লেখ করেছেন ৷
মঙ্গলবারের ঘোষণা অনুযায়ী, সংসদের ছ’টি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির চেয়ারম্যান পদে বিজেপি (BJP) ও তার সহযোগী দলগুলিকে রাখা হয়েছে ৷ সেই তালিকায় রয়েছে স্বরাষ্ট্র, তথ্য ও প্রযুক্তি, প্রতিরক্ষা, বিদেশ, অর্থ এবং স্বাস্থ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি ৷
তাৎপর্যপূর্ণ ভাবে স্বরাষ্ট্র এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে কংগ্রেস ছিল ৷ সেই দু‘টি থেকে কংগ্রেসের দুই নেতা অভিষেক মনু সিংভি (স্বরাষ্ট্র) ও শশী থারুর (তথ্য় ও প্রযুক্তি)-কে সরানো হয়েছে ৷
স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপি সাংসদ ব্রিজ লাল এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান করা হয়েছে শিবসেনার প্রতাপরাও যাদভকে ৷ তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শিবিরের নেতা ৷
আরও পড়ুন :সভাপতি লড়তে উৎসাহ দিয়েছেন রাহুল গান্ধি, দাবি শশী থারুরের