কলকাতা, 19 জুন : এক ডাকে অভিষেক ৷ গতকাল, শনিবার এই প্রকল্পের সূচনা করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) ৷ রবিবার সেই উদ্য়োগ নিয়ে কটাক্ষ করলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) ৷ তাঁর প্রশ্ন, এই উদ্য়োগ নিয়ে কি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) টেক্কা দিতে চাইছেন অভিষেক ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, 2019 সালে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে ‘দিদিকে বলো’ নামে একটি কর্মসূচি নেওয়া হয়েছিল ৷ যেখানে দেওয়া হয়েছিল একটি ফোন নম্বর ৷ সেই নম্বরে ফোন করে বাংলার মানুষ নিজেদের অভাব অভিযোগের কথা জানাতে পারতেন ৷