কলকাতা, 15 সেপ্টেম্বর : ‘জেড’ ক্য়াটেগরির নিরাপত্তা পাচ্ছেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh) ৷ মঙ্গলবার থেকেই বাড়ানো হয়েছে তাঁর সুরক্ষাবেষ্টনী ৷ ব্য়ারাকপুরের সাংসদের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে সিআইএসএফ-কে (CISF) ৷ গত 13 সেপ্টেম্বর এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ সংবাদমাধ্যমকে নিজেই একথা জানিয়েছেন অর্জুন সিং ৷
আরও পড়ুন :Bhawanipur By Election : ভবানীপুরে মমতাকে হারাতে গুরুদায়িত্ব পেলেন বিজেপির অর্জুন
সংশ্লিষ্ট সূত্রের খবর, অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির জেরেই তাঁর সুরক্ষা বাড়ানোর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ উল্লেখ্য, দিন কয়েক আগেই অর্জুনের বাড়ির সামনেই অন্তত তিনটি বোমা ছোড়া হয় ৷ ভোর রাতের সেই হামলায় কয়েকজন জখমও হন ৷ পাশাপাশি, এই ঘটনায় অর্জুন সিংয়ের বাড়ির বাইরের ফটকও কিছুটা ক্ষতিগ্রস্ত হয় ৷ তবে সেই ঘটনার সময় অর্জুন তাঁর ভাটপাড়ার বাড়িতে ছিলেন না ৷ তিনি ছিলেন দিল্লিতে ৷ তাঁর অভিযোগ ছিল, তৃণমূল আশ্রিত গুন্ডারাই তাঁর বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ৷ অর্জুনের দাবি, যেহেতু আসন্ন বিধানসভা উপনির্বাচনে দল তাঁকে ভবানীপুর কেন্দ্রের পর্যবেক্ষক নিয়োগ করেছে, সেই কারণেই তাঁর উপর হামলা চালানো হচ্ছে ৷