পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে লকেটের নেতৃত্বে মিছিল মহিলা মোর্চার

কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের ঘটনায় আজ শহরে BJP-র মহিলা মোর্চার প্রতিবাদ মিছিল ৷ মোর্চার সভানেত্রী তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে দলের মহিলা মোর্চার সদস্যরা মিছিল করবেন ৷

মহিলা মোর্চার মিছিলে লকেট চট্টোপাধ্যায়- ফাইল ছবি

By

Published : Aug 24, 2019, 11:50 AM IST

কলকাতা, 24 অগাস্ট: কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশি হামলার ঘটনায় আজ শহরে BJP-র মহিলা মোর্চার প্রতিবাদ মিছিল ৷ মোর্চার সভানেত্রী তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মিছিলটি হবে ৷

মহিলা মোর্চা সূত্রে জানা গেছে, বিবেকানন্দের বাড়ি থেকে মিছিল শুরু হয়ে শেষ হবে শ্যামবাজারে ৷ এই মিছিলে দলের শিক্ষা সেলের কনভেনর দীপল বিশ্বাসের নেতৃত্বে প্রাথমিক শিক্ষকরাও উপস্থিত থাকবেন ৷ মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, "কল্যাণীতে যেভাবে রাতের অন্ধকারে আলো নিভিয়ে পুলিশ পার্শ্ব শিক্ষকদের মারধর করেছে, সেটা অনৈতিক ৷ এই ঘটনার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি ৷" এই মিছিলকে কেন্দ্র করে বড় ধরনের গন্ডগোলের আশঙ্কা রয়েছে ৷ কারণ পুলিশের বাধা উপেক্ষা করেই আজ মিছিল হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন হুগলির সাংসদ ৷

আরও পড়ুন: কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ

সম কাজে সম বেতনের দাবিতে চলতি মাসেই কল্যাণীতে অবস্থানে বসেন প্রায় এক হাজার পার্শ্ব শিক্ষক ৷ তাদের উপর রাতের অন্ধকারে লাঠিচার্জ করে পুলিশ ৷ সেই ঘটনার তীব্র নিন্দা করে BJP ৷ গোটা বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে আনা হবে বলে জানান রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷

ABOUT THE AUTHOR

...view details